যে কোন ভ্রমণের জন্য ট্রেনের ভ্রমন সত্যি অনেক আনন্দদায়ক। যদিও আপনার আগে দুই এপিসোড আমি দেখিনি, ট্রেনের জানি একা ভালো লাগেনা এই কথাটা আপনি একেবারেই ঠিক বলেছেন। আর আপনি এবং নিশাদ দুজনের ট্রেনে আসছিলেন। যদিও নিশাত চাকরির জন্য ঢাকায় আসছিল। দুপুরে খাবারের জন্য সিজ বার্গার আর চিকেন ফ্রাই কিনেছিলেন। ট্রেনে যাত্রা করে অনেক ভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। বিভিন্ন ধরনের পেশার মানুষ বিভিন্ন খাবার বিক্রি করে থাকে। অবশেষে আপনার পৌঁছালেন এবং আপনার বন্ধু নিশাদকে সবকিছু গুছিয়ে নিতে বললেন। সবকিছু মিলে অনেক ভালো একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।
জি ভাইয়া। দুজনে দাড়িঁয়ে দাড়িঁয়ে গল্প করতে করতে আশা গেল। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া 🦋🍃