প্রথমে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই আপনাকে। বিজয়ের ডিসেম্বর মাসে আসলে খুশির শেষ থাকে না ছোটকালে একদিকে যেমন পরীক্ষা শেষ হয়ে যেত।পড়ার কোন চাপ থাকতো না নিজেকে অনেক ফ্রি মনে হতো। আগে গ্রামে বসবাস করে অনেক মজা ছিল কারণ আগে বিভিন্ন ধরনের মানুষগুলো বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। কিন্তু এখন তার তুলনায় পুরোটাই উল্টা হয়ে গেছে। প্রযুক্তি মানুষকে পুরোটাই বদলে দিয়েছে জীবন যাত্রার মানকে।