You are viewing a single comment's thread from:
RE: ফুটবল বিশ্বকাপের উন্মাদনা||পর্ব-১||@shy-fox 10% beneficiary
১৯৯৮সালের খেলার কথা আমার এখনো মনে আছে। আমাদের বাড়িতে একটি সাদা কালার টেলিভিশন ছিল। সবাই মিলে খেলাটি উপভোগ করব বলে, ওই টেলিভিশনটি আমাদের একটা জায়গা ছিল বড়, সেখানে নিয়ে গেছিলাম এবং সবাই মিলে খেলা উপভোগ করেছিলাম। ফ্রান্সের কাছে ব্রাজিল হেরে যায় আমরা অনেক খুশি ছিলাম। আজ যুক্তির কথা বলতে গেলে, ব্রাজিলের সমর্থক রা বরাবরই অনেক যুক্তি দেখায়, এটা তাদের এক এক রকম চুলকানি বলা যায়। যেহেতু চার বছর পর বিশ্বকাপ খেলা হয় সেহেতু এই মঞ্চের খেলাগুলোর সবাই উপভোগ করার জন্য ব্যাকুল হয়ে থাকে।
ভাইয়া দারুন মন্তব্য করেছেন ব্রাজিলের সাপোর্টার দের নিয়ে, আমিও আর্জেন্টিনার সাপোর্টার অসংখ্য ধন্যবাদ আপনাকে।