বাড়ির অনেক সদস্যের মধ্যে যখন শাশুড়ি এবং নিজের বর পছন্দ করে তখন তো সেই রেসিপি নিয়মিত বাড়িতে হবে এটা স্বাভাবিক। তবে আপু আপনি বিভিন্ন প্রকার সবজি দিয়ে খেসারির ডাল সহ রান্না করেছেন। বিভিন্ন প্রকার সবজি একত্রিত করে রান্না করলে সেই তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আপনি রান্নার ধাপগুলো চমৎকারভাবে আপনাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন কয়েক প্রকার সবজি দিয়ে ডাল রান্না করলে অনেক ভালো লাগে।