You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং।।ঈদগাহের কাজ চলমান// পর্ব.৩।।
নিজেদের গ্রামের ঈদগাহে কাজ চলছে আর এখন খবরটা আমি রাখি না। এখন তো আমার মনে হচ্ছে আমি কোথায় বসবাস করি। ছোট ভাই তুমি এটা শেয়ার করেছো বলে আমি জানতে পারলাম না হলে হয়তো আমার জানা হত না। আমাদের ঈদগাহের এই সংস্করণটি করা দরকার ছিল। যাক অবশেষে তাহলে এটা করছে খুব ভালো লাগলো জেনে। তোমাকে অনেক ধন্যবাদ।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।