ফটোগ্রাফি :- আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১৯ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।
২৫ জিলহজ ১৪৪৫ হিজরি। ৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ।
আমাদের দেশে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। আর এসব ফুলের সৌন্দর্য ভিন্ন রকম। আজকে সকালে ঘুম থেকে রাস্তায় হাঁটতে গেছিলাম। পাশে দেখি একটি গাছের কিছু ফুল। ফুলগুলো দেখতে ভীষণ ভালো লেগেছিল। অবশ্য ফুলগুলো নাম আমার জানা নেই। বাসায় ছিল আমার ভাগ্নে। সে বলেই ফেলল মামা ফুলগুলো খুবই দারুণ লাগছে ফটোগ্রাফি করলে করতে পারো। ব্যাস ভাগ্নের কথায় ঝটপট ফটোগ্রাফিটা করে নিলাম। তবে এই ফুলগুলো বোন জঙ্গলে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় অনেক দেখা যায়। আশা করি আপনাদেরও এই ফুলটি বেশ ভালো লেগেছে।
সৌন্দর্যের আরেক নাম হল গোলাপ ফুল। গোলাপ ফুলের সৌন্দর্য নতুন করে আর কি বলবো। এই ফুলটি মানুষের খুবই প্রিয়। গোলাপ বিভিন্ন প্রকারের হয়ে থাকে প্রায় ১০০ প্রজাতির উপরে গোলাপ ফুল রয়েছে। তবে আমাদের বাংলাদেশে বেশিরভাগ দেখা যায় কালো গোলাপ, লাল গোলাপ, গোলাপি গোলাপ, সাদা গোলাপ, আরো কয়েক প্রজাতির গোলাপ ফুল দেখা যায়। আপনারা হয়তোবা অনেকেই জানেন না গোলাপ ফুল দিয়েই গোলাপজল তৈরি করা হয়ে থাকে। এই ফুলটি তুলেছিলাম আমারই চাচতো ভাইয়ের ছোট্ট একটা বাগান থেকে। আশা করি ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লেগেছে।
মনে হয় সবাই এই ফুলটিকে চিনে থাকবেন। আবার হয়তোবা নাও চিনতে পারেন। বিশেষ করে গ্রাম্য পরিবেশে যারা মানুষ হয়েছেন তারা হয়তো বা বেশি জানবেন। এই ফুলটি নাও আকুন্দিয়া গাছের ফুল। এই ফুলটি সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে। আমি সরকারি বাগানে একদিন ঢুকলাম। সেখানে অনেকগুলো ভেষজ উদ্ভিদ ছিল। সেই উদ্ভিদের মধ্যে আমি এই ফুলটি দেখেছিলাম। ভাবছিলাম রাস্তায় যে ফুল গাছ হয়ে থাকে সেটা এখানে কেন। আবার ঔষধি গাছের মধ্যে। পরে এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম। জানার পরে একটু বিস্মিত হয়ে উঠলাম। আসলে এই গাছটির এত উপকারিতা এর উপকারিতা সম্পর্কে আপনি বলে শেষ করতে পারবেন না। অনেক রোগের মা ওষুধ হিসাবে এই গাছটির ব্যবহার করা হয়ে থাকে।
বর্ষাকালে অনেক সবজির ফুল ফুটে থাকে। আরে ফুলগুলো বর্ষার পানিতে যখন ভিজে যায় তখন দেখতে ভীষণ ভালো লাগে। আজকে সকাল বেলায় আমার সবজি বাগানে গিয়েছিলাম। সেখানে আমি বেশ কিছু সবজি তৈরি করেছি। হঠাৎ করে ঝিঙ্গা গাছের ফুলের দিকে চোখ পরল। ফুলটি দেখতে এতটাই ভালো লেগেছিল তাই দেরি না করে ফটোগ্রাফি করে নিলাম। আসলে বেশি ভালো লেগেছিল গায়ে যে বৃষ্টির পানি পড়ে আছে এইটা। সকালে শিশির ভেজা বিন্দু যেকোনো জিনিসের মধ্যে পড়লে সে জিনিসটা সৌন্দর্য আরো বেড়ে যায়।
আজকের সকালটা আমি একটু ভিন্নভাবে সাজাতে চেয়েছিলাম আর তাই সকালবেলায় সকালের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ঘর থেকে নেবে সামনে একটি বান ছিল। সেই মানে ছিল কিছু সবজি তার মধ্যে ছিল পুঁইশাক। যেহেতু বর্ষাকাল তাই প্রত্যেকটা জিনিসের উপর বর্ষার পানি লেগেই আছে। চোখ পড়তেই এতটাই ভালো লাগলো ভাবলাম ফটো একটা করে আপনাদের মাঝে শেয়ার করি। তাই আর দেরি করলাম না খুব দ্রুত ফটোগ্রাফি করে নিলাম। আমার কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগবে।
আপনারা অনেকেই এই ফুলটিকে চিনে থাকবেন আবার অনেকে নাও চিনতে পারেন। তবে যারা চিনে থাকবেন নিশ্চয় তাদের শৈশবকালটা অনেক সুন্দর। আবার এটা বলতে পারে হয়তোবা তারা নিয়মিত না খেতে পারলেও অনেক খেয়েছেন। আর এই ফুলটি খেতেও বেশ সুস্বাদু। এটি হলো মিষ্টি কুমড়ার ফুল। আমরা গ্রাম অঞ্চলের মানুষ এই ফুলটি ভেজে খায়। আমি এর সম্পর্কে একটু জেনেছি এই ফুলটি ক্যান্সার রোগে রোগের প্রতিশোধ হিসেবে নাকি কাজ করে থাকে। যে কোন ফোনের সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি। |
---|
ডিভাইসের নাম | Poco |
---|---|
মডেল | M2 |
ফটোগ্রাফার | @tuhin002 |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
লোকেশন | https://w3w.co/surer.animators.twinning |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো বেশ দারুন লেগেছে। আপনি বেশ দারুন ভাবে প্রতিটি ফুলের বর্ণনা করেছেন।
ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে নিজের কাছে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি পোস্ট করার জন্য অনু কবিতাকে বেছে নিয়ে বাড়ির বাহিরে গিয়ে দেখলেন বেশ কিছু ফুল। আর এই সকাল সকাল ফুলের সৌন্দর্য দেখে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফিতগুলো প্রত্যেকটি ভীষণ ভালো হয়েছে। বিশেষ করে আপনার সবজি ক্ষেতের ঝিঙে ফুল আর মিষ্টি কুমড়া ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। এ ফুলগুলো যখন ঝাকে ঝাকে একসাথে ফুটে থাকে দেখতে ভীষণ ভালো লাগে।
জি আপু আপনি ঠিক বলেছেন ফুলগুলো যেমন একত্রে অনেকগুলো ফুটে থাকে তখন দেখতে আসলেই অপরূপ সৌন্দর্য লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার তোলা কিছু ফুলের চমৎকার ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দরবন দেব করার জন্য।
আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে ভাই। আপনি আসলেই চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। প্রথম ফটোগ্রাফি টা আর আকন্দ ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
এই দুইটা ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি থেকে ভালো লাগলো। বিশেষ করে গোলাপ ফুল দেখতে পেয়ে আরো বেশি ভালো লেগেছে আমার।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাই। মনে হচ্ছিল যেন আপনি বৃষ্টির দিনের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। কারণ ফুল গুলোর গায়ে কোনা কোনা বৃষ্টি লেগে রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে ভাই। সব থেকে বেশি ভালো ছিল লাল রক্ত গোলাপ ফুলের ফটোগ্রাফিটি ধন্যবাদ।
আসলে বর্ষাকালে ফুল গুলো দেখতে এমনিতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।আকন্দ ঝিঙ্গে, মিষ্টি কুমড়ো ফুল,পুঁইশাক, গোলাপ ফুল নাম না জানা অজানা জংলি ফুল সবগুলো ফটোগ্রাফি অসাধারণ। ফটোগ্রাফি গুলো চমৎকার সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ও বর্ণনা দিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
হাহা জঙ্গি ফুলের নামটা শুনে বেশ হাসি লাগলো আপু। তবে কখনো কখনো জঙ্গি ফুলগুলো সুন্দর হয়ে ফোটে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
https://twitter.com/ABashar45/status/1808709996508819578?t=wOQ4RhijBd3XmHaZhTydow&s=19
বেশ ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। যেহেতু আপনি অনু কবিতা শেয়ার করতে চেয়েছিলেন। হাতে মোবাইল নেওয়ার কারণে সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিতে পারছেন। সেই ফটোগ্রাফি গুলো নিয়ে আজকে ব্লগ শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখতে।
কিছু কিছু সময় মোবাইল হাতে করে বাহিরে যা দরকার রয়েছে না হলে এত সুন্দর দৃশ্যগুলো কখনোই পেতাম না। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।