স্পোর্টস :- বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচ।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
খেলার রিভিউ
বাংলাদেশ প্রথমে টসে জিতে তারা ব্যাটিং নেয়া সিদ্ধান্ত নেয়। বাংলাদেশি স্কোয়াডে আজ বেশ কয়েকটা পরিবর্তন এসেছে। এই সিরিজের কোন ম্যাচে বাংলাদেশ খুব একটা সুবিধা করে উঠতে পারে নাই। নিউজিল্যান্ডের বোলিং এর কাছে নাস্তা বোধ হয়েছে বাংলাদেশ ব্যাটিং অর্ডার। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার এটি ছিল তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচ। বাংলাদেশের পক্ষে এই ম্যাচে ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছে শান্ত। এই সিরিজের প্রথম ম্যাচ পানির জন্য পরিত্যক্ত হয়েছে এবং একটি ম্যাচ নিউজিল্যান্ড জিতেছে এবং এটাই হলো শেষ ম্যাচ। নিউজিল্যান্ডের পক্ষে প্রথমে বোলিংয়ে আসেন ট্রেন বোল্ট। তিনি একজন খুবই দুর্দশা বোলিং । যেকোনো ব্যাটিং লাইনআপ যে কোন সময় তিনি ঘষে দিতে পারেন।
এই সিরিজের এই ম্যাচেও বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথম দিক থেকেই তাদের উইকেট হারিয়েছে নিয়মিতভাবে। নিজেদের মাঠে এত বাজে পারফর্ম করলে তো বিশ্বকাপে তাদের চেয়ে বেশি কিছু আশা করা যাবে না। মুশফিক এবং নাজমুল হাসান শান্ত এখানে কিছুটা দলের হাল ধরে যদিও এই ঝুটি বেশি করে এগোতে পারে নাই। কিছুক্ষণের মধ্যেই মুশফিকুর রহিমেরু পেলাডাউন আউট হয়ে যায়।
তাদের খেলার ধরন দেখে বোঝা যাচ্ছিল এই ম্যাচেও তারা ২০০ রান পূর্ণ করতে পারবে না। যদিও পঞ্চশ ওভারে খেলা কিন্তু বাংলাদেশের উইকেট যেভাবে পড়ছিল তাতে মনে হয় না ৫০ ওভার খেলা খেলতে পারবে। এরই মধ্যে বাংলাদেশের ১৭১ রানের সাত উইকেট পড়ে যায়। বাংলাদেশের এমন দুর অবস্থার জন্য তারা নিজেরদের ক্রিকেট বোর্ড দায়ি।
শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিং শেষ হয় ১৭১ রানে। ৩৪ ওভার তিন বলে তাদের সব উইকেট হারিয়ে ফেলে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছে এই ম্যাচের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। তিনি দলের পক্ষে ৭৬ রান করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ রানকার মাহমুদুল্লাহ রিয়াদ তিনি করেন ২১ রান।
নিউজিল্যান্ড-বাংলাদেশের মাটিতে বরাবরই এই সিরিজে ভালো খেলেছে। নিউজিল্যান্ড প্রথম জুটিতে ৪৯ রান করেন। যদি ওই একই রানে তারা পরপর দুইটি উইকেট হারায়। তাতে মনে হয়েছিল বাংলাদেশ বেশ একটু সুবিধা করতে পেরেছে। তবে নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইনআপ তাতে মনে হয়েছিল কখনোই বাংলাদেশ জিততে পারবে না। তারপরও ক্রিকেট খেলা হলো গোলবলের খেলা শেষ পর্যন্ত অবশ্য অপেক্ষা করা লাগবে।
পরপর ২ উইকেট পরে যাওয়ার পরে পরে উইকেট খেলতে গিয়ে বাংলাদেশের যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে। ইয়ং এর ব্যাটিং দক্ষতায় নিউজিল্যান্ডের দলীয় রান যখন ১৩০ তখন তিনি আউট হন। নিজের ব্যক্তিগত ৮০ বলে ৭০ রানের একটি ঝকঝকে এটি ইনিংস উপহার দেন। তিনি যখন আউট হন তখন নিউজিল্যান্ডে জেতার জন্য আর কিছু রানের দরকার ছিল।
শেষ পর্যন্ত নিউজিল্যান্ড দিন উইকেটে ১৭৫ রান করে তাদের জয় নিশ্চিত করে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ কে নিউজিল্যান্ড ৭ উইকেটে পরাজিত করে তাদের সিরিজ জয় লাভ করে না। রোদ সিরিজে ২-০ তে তারা জয় লাভ করে।
যেহেতু নিউজিল্যান্ড এই সিরিজে ২-০ তে জয়লাভ করেছে সে তো তারা এখন ট্রফি নিয়ে উল্লাস করছে। নিজের মাটিতে এভাবে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় এড়াতে পারবে কি বাংলাদেশ? পারবে কি সামনের বিশ্বকাপ মঞ্চে ভারতের মাটিতে তারা ভালো কিছু করে দেখাতে। সেই আশাই বাংলাদেশের ১৮ কোটি মানুষ তাদের দিকে তাকিয়ে থাকবে। তবে আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ প্রথম রাউন্ডেই বাড়িতে চলে আসবে ইনশাআল্লাহ।
পোস্ট বিবরণ
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | poco M2 |
স্ক্রিনশট সোর্স | RABBITHOLBDE SPORTS |
লোকেশন | মেহেরপুর |
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1706920939462750414?t=LyxT4a_UGbYB8I3xWnLYOw&s=19
বাংলাদেশ ক্রিকেটে এখন যা তা অবস্থায়। বিশেষ করে গত কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যা হচ্ছে তা একদম হতাশাজনক। কালকের বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর ম্যাচটি দেখে একদম হতাশ হয়ে গিয়েছিলাম। এই দল নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে কি খেলবে এটাই আমি ভাবতেছিলাম।যাইহোক গতকালের ম্যাচে সুন্দর রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
নিজের মাটিতে যদি এমন নাস্তা বোধ হয় বাইরের দেশের টিমের কাছে। তাহলে ভারতের মাটিতে গিয়ে এই বাংলাদেশ কি করবে আর এদের কাছে আমরা কি আশা করব? হতাশায় ভরাডুবি ভাই।
একটা সময় খেলাধুলা নিয়ে অনেক কৌতুহল ছিল। ধরতে গেলে এক ধরনের মাথাব্যথা ছিল। বর্তমানে এত বেশি ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে খেলা দেখা তো দূরের কথা, টেলিভিশনের ধারে কাছেও নেই। ধন্যবাদ আমাদের মাঝে এই ম্যাচটি সম্পর্কে তুলে ধরার জন্য।
ভাই খেলা আমি ছোটকাল থেকে অনেক পছন্দ করি। খেলা দেখা এবং খেলা করাটা আমার কাছে একটা নেশা। তবে খেলা ছেড়ে দিছি কিন্তু খেলা দেখা এখনো ছাড়ে নাই। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের নাজুক অবস্থা। কোন ধারাবাহিকতা নেই।প্রথম সারির ব্যাটসম্যানদের অবস্থা সবচেয়ে খারাপ। অবশ্য শেষের দিকে ও যখন উইকেট পরে একসাথেই সব শেষ। যাইহোক, তৃতীয় ম্যাচটি দেখা হয়নি। তবে আমার রিভিউ পড়ে পুরোটা বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাই।
বর্তমানে বাংলাদেশ টিমে যে অবস্থা এর জন্য দায়ী কোচ এবং টিম ম্যানেজমেন্ট ও বোর্ড সভাপতি। তাদের এই দুর্নীতির কারণে বাংলাদেশ ক্রিকেট নষ্ট হয়ে গেল। ব্যাটিংয়ে নেই কোন ধারাবাহিকতা সব মিলে খুবই বাজে অবস্থা।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর মধ্যকার খেলার সুন্দর একটা অনুভূতি আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। আসলে ভাই এই জাতীয় খেলাধুলা গুলো অনেকের ফেভারিট আমারও প্রিয় ছিল কিন্তু এখন আর দেখতে ভালো লাগে না। কেন জানি মনে হয় টাইম লস আর টেনশন। আর বাংলাদেশের খেলাধুলার কথা কি বলবো ভাই এই ভালো এই মন্দ।
রে ভাই খেলাধুলা হলো বিনোদনের একটা অংশ। এখন সে অংশটাকে যদি আপনি একটু অন্যভাবে নেন তাহলে তো সমস্যা। খেলাধুলা করলে বা দেখলে মন ভালো থাকে এটাই হচ্ছে বড় কথা।