গান কভার :- যেও না চলে বন্ধু আমায় একা রেখে।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
যেও না চলে বন্ধু আমায় একা রেখে
খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে
খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে
সাঁজের আলোয় তোমার হাঁসি দেখতে কেমন লাগে
জানতে আমার স্বাদ হয়েছে অনেক অনেক দিন আগে
খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে
খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে
এতো বেলা থাকলে যখন আর
না হয় থাকো কিছুক্ষণ
এতো ভালবাসলে যখন এই আশা ও করো পুরন
খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে
খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে
যেও না চলে বন্ধু আমায় একা রেখে
যেও না চলে বন্ধু আমায় একা রেখে
খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে
খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে(২)
✳️গানের কিছু তথ্য✳️
গান :- যেও না চলে বন্ধু আমায় একা রেখে।
শিল্পী :- আইয়ুব বাচ্চু।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
https://twitter.com/ABashar45/status/1762033860265873788?t=LlNNmS2rVQpLYJOXO0thFQ&s=19
বাহ ভাইয়া আপনি আজকে আমার একটি প্রিয় গান পরিবেশন করেছেন। আমি এই গান টি সব সময় শুনে থাকি আমার মোবাইলের মাধ্যমে।এই গানটি শুনার আমার মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। আপনার কন্ঠ বেশ দারুন। আপনি খুবই সুন্দর গান গেয়েছেন।
এই ধরনের গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আইয়ুব বাচ্চুর কিছু কিছু গান সে যেগুলো অনেক সুন্দর। এই গানগুলো বেশ জনপ্রিয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বেশ সুন্দর একটি গান কভার করেছেন ভাইজান। গানটা আমার বেশ ভালো লাগে। অনেক অনেক বার শুনেছি মোবাইল ফোনে। আইয়ুব বাচ্চুর অনেকগুলো গান আমার খুবই প্রিয় তবে তার মধ্যে এটা অন্যতম। আশা করি তার অনেক ভালো লাগার গান আপনি নিজ কন্ঠে গেয়ে আমাদের মাঝে শেয়ার করবেন।
কিছু গান থেকে যেগুলো প্রত্যেকটা মানুষের কাছে অনেক জনপ্রিয়। আর ওইসব গানের মধ্যে এই গানটি অন্যতম। আপনার ভালো লেগেছে যেন বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনার গান আমি এর আগেও শুনেছি। খুব সুন্দর গান করেন, আর আপনার গানের গলাও বেশ ভালো।তবে সত্যি বলতে এই গানটি তেমন একটা শোনা হয়নি । আজকে মনে হয় আপনার মাধ্যমে শুনতে পেলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।
আমরা যখন স্কুল জীবনে ছিলাম তখন যে কোন অনুষ্ঠানে এই গানটি আমরা বাজাতাম। এই সমস্ত গানগুলো না বাজালে যেন অনুষ্ঠান অপরিপূর্ণ থাকতো।
দারুন একটি গান কভার করেছেন। যেওনা চলে বন্ধু আমায় একা রেখে এই গানটি আমার ভীষণ ভালো লাগে। আগে এই গানটি বেশি শোনা হতো। এখনো মাঝে মাঝে গানটি আমি শুনি। আজকে আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। এমন আরো সুন্দর সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
আসলে ভাই কিছু গান থেকে যেগুলো বারবার শুনলে বারবারই শুনতে ইচ্ছা করে। আমার মনে হয় ঔ সব গানের মধ্যে এই গানটি অন্যতম। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি তো দেখছি দারুন একটি গান কভার করেছেন। মাঝেমধ্যেই আপনার গান কভারগুলো দেখে থাকি। বেশ সুমধুর কন্ঠে আপনি পরিবেশন করেছেন এবং এই গানটি আমার ভীষণ প্রিয় ভালো লাগে শুনতে। আপনি বেশ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো।
আপনার মত আমারও এই গানটি ভীষণ ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার গান গুলো মাঝে মাঝেই শোনা হয় ৷ বেশ ভালো গাইতে পারেন আপনি ৷ আজকেও বেশ চমৎকার একটি গানের কভার শেয়ার করেছেন ৷ অনেক ভালো লাগলো গানটির কভার শুনে ৷ খুবই সুন্দর গেয়েছেন , এক কথায় অসাধারণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গানের কভার শেয়ার করার জন্য ৷
আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনার কন্ঠে গানগুলো অনেক সুন্দর ভাবে মানিয়ে যায় যেন। এর আগে আপনার কন্ঠে অনেকগুলো গান শুনেছি। প্রতি সপ্তাহে আপনি আমাদের মাঝে গান কভার করে শেয়ার করেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসব প্রদান করার জন্য।
ভাইয়া আপনি আইয়ুব বাচ্চুর খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এই গান শুনে অনেক ভালো লেগেছে। প্রতি সপ্তাহে আপনি খুব সুন্দর সুন্দর গান কভার করেন। আপনার কণ্ঠে গান শুনতে সবসময়ই ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করার জন্য।
চেষ্টা করে যাচ্ছি আপু যেকোনো একটি শিল্পীর গান গেয়ে আপনাদের মাঝে কভার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।