নাটক রিভিউ :- নাটক রিভিউ :- ভবঘুরে পর্ব -২৮।

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ ( ১৫ - ০১ - ২০২৫)


Screenshot_2025-01-15-19-14-48-336_com.google.android.youtube.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ২৮"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নাম"ভবঘুরে" পর্ব - ২৮।
পরিচালকআল- হাজেন।
অভিনয়আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ।
দৈর্ঘ্য১৯ মিনিট ৫৭ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৮ মে ২০২২ ইং।


নাটকের সারসংক্ষেপ


IMG_20250115_191551.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
বাংলাদেশের নাটক গুলো এমনিতে বেশ চমৎকার হয়ে থাকে আর নাটকের কাহিনী গুলো বেশ ভালো হয়। বড় বোনের সম্পর্ক আছে পাশের বাড়ির একটা ছেলে রাত্রে মাঝেমধ্যে তার সাথে দেখা করার জন্য আসে আর এই বিষয়টা ছোট ভাই বেশ ভালোভাবেই বোঝেন। তাকে লাঠি দিয়ে তাড়া করেছে তার ভাই। এই বিষয়টি জানতে পেরে তার বোন তাকে বলছে তুই কাকে তাড়া করলি তখন সে বলছে তুমি জানো না আমি কাকে তারা মারছি। এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে বেশ কথা চলছিল।


IMG_20250115_191606.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
বাড়িতে মেয়ে থাকলে ছেলেরা যে তাকে একটু নাড়া দিবে এটা খুব স্বাভাবিক। নিজের মেয়ে কখন কোথায় যায় এই খবর তার বাবা রাখে না রাখে আছে তার মা। পাড়ার কোন ছেলেটা কাকে কখন তাকে কি বলবে বা কিভাবে কি কটুক্তি করবে এটাও কিন্তু মারাই বেশি খেয়াল রাখে। নিজের মেয়ে বড় হয়েছে তাকে বিয়ে দেয়ার ব্যবস্থা কর এই বিষয়টি মেয়ের মা মেয়ের বাবাকে বোঝাচ্ছিল। কারণ আজকাল দেখা যায় তার মেয়ে বাড়ি থাকে না আবার পাড়ার ছেলেগুলো আশপাশে ঘোরাঘুরি করে এই বিষয়টি মায়ের ভালো লাগে নাই।


IMG_20250115_191620.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
মামাতো বোনের সাথে করে বাইরে যাচ্ছিল। মামাতো বোন যেতে চাচ্ছিল না কারণ সে বলছিল যে যদি ফুপি জানতে পারে তাহলে বকা দেবে তখন সে বলছে মাকে জানবে যে আমরা যাই সে এই কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে পেছনদিকে ঘুরে দেখে তার মা দাঁড়িয়ে রয়েছে। তার মা তখন বলল বাইরে যাওয়া লাগবেনা বাড়ির ভেতরে যাও যা কাজ আছে কাজ করতে হবে। তার ভাইয়ের মেয়েকে বলল তুই ওকে ওর সাথে যাচ্ছিস তো বসে বসে না ফুপি আমি যেতে চাইছিলাম না সে আমাকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। এরপর তার মা বলছে আর কোথাও গিয়ে কাম নাই বাড়িতে চলো।


IMG_20250115_191631.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
সিনেমা জগত এই জগত সম্পর্কে যারা জানে তারা বোঝে এই জগৎটা কেমন। সবাই না কিছু মানুষ হয়েছে যারা এ জগতে নাম কামানোর জন্য নিজের সবকিছু করতে প্রস্তুত থাকে। গ্রামে এসেছে পরিচালক আর এই পরিচালকের পেছনে কত মেয়ে পড়ে আছে তার কোন হিসাব নেই। এমন সময় আর একজন পরিচালককে দেখে তাকে বলতেছে আমাকে একটা সিনেমার নায়িকা বানাবেন তাহলে আপনি যা বলবেন আমি তাই করবো। এই কথা শোনা মাত্রই পরিচালক একটু সুযোগ নেয়ার চেষ্টা করছিল। সে বলছিল আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা রাখবো তুমি আমার কথা রাখবে।


IMG_20250115_191643.jpg

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
মাঝেমধ্যেই কোথা থেকে যেন মাছ নিয়ে আসে বড় ভাই। যেহেতু নিজেদের কোন পুকুর নেই তাহলে মাছ কোথায় পাই এই প্রশ্নটি বারবার তার মধ্যে ঘোরাফেরা করে। এরপরে বাইরে গিয়ে সে জানতে পারে আসলে সে অন্যের পুকুর থেকে মাছ চুরি করে আনে। এই বিষয়টি তার ভাইয়ের সাথে আলোচনা করে তাকে বলে যে আমাদের মাছ খাওয়া দরকার নেই মাঝেমধ্যে খাইলেই হবে আর যেভাবে আমরা আছি এটাই ভালো আছি। হাসপাতাল খেয়ে থাকবো তবুও চুরির মাছ খাব না তার ভাইকে এটাই সে বুঝাচ্ছিল।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
ভবঘুরে নাটকের এটি ২৮ তম পর্ব। এই নাটকটির অন্য পর্ব থেকে এ পর্বটি আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটকের এই পর্বে বেশ কিছু শিক্ষনীয় জিনিস রয়েছে যেগুলো আমাদের শিক্ষা নেয়া উচিত । আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৩ দিবো।

Source


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

ভবঘুরে নাটকটি খুব সুন্দর। আজকে আপনি ২৮ তম পর্ব উপস্থাপন করেছেন। আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। নাটকটির মাঝে শিক্ষনীয় বিষয় রয়েছে। এতো সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 days ago 

বাংলাদেশের নাটক গুলো সব সময়ে শিক্ষনীয় হয়ে থাকে।

 4 days ago 

দেখতে দেখতে ভবঘুরে নাটকের ২৮ টি পর্ব শেষ হয়ে গেলো। এই নাটকের বেশিরভাগ পর্বের রিভিউ আমার পড়া হয়েছে। আজকে ২৮ তম পর্বের রিভিউটা পড়ে খুব ভালো লাগলো। এই নাটকের কাহিনীটা অনেক সুন্দর। সবাই অনেক সুন্দর অভিনয় করেছে নাটকটার মধ্যে। আশা করছি শীঘ্রই নাটকটার পরবর্তী পর্বের রিভিউ শেয়ার করবেন।

 3 days ago 

এই নাটকের কাহিনী গুলো ভিন্নতা রয়েছে। এক একটা পর্বের কাহিনী এক এক রকম যার জন্য দেখতে বেশ ভালো লাগে।

 4 days ago 

নাটকের রিভিউ যদি পড়া হয়, তাহলে নাটক আর দেখা লাগে না। কারণ রিভিউর মাধ্যমে নাটকের পুরো কাহিনীটা সুন্দরভাবে জেনে নেওয়া যায়। সবাই অল্প সময়ের মধ্যে এই নাটকটার রিভিউ পোস্ট পড়ে নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারবে। আশা করছি আপনি এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাবেন। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

এটা ঠিক বলেছেন সঠিকভাবে নাটকে রিভিউ পড়লে আর নাটক দেখা লাগে না ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 101962.82
ETH 3238.57
SBD 4.70