জেনারেল রাইটিং :- বছরের সেরা বৃষ্টি।

in আমার বাংলা ব্লগ4 months ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো বছরের সেরা বৃষ্টি। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


ai-generated-8219533_1280 (1).webp

Source


বর্ষাকালে বর্ষার আগমন ঘটবে এটাই স্বাভাবিক। আমরা সবাই জানি বাংলাদেশ ছয় ঋতু দেশ কিন্তু বর্তমান সময় ছয় ঋতুর দেশ বলাটা যায় না। কখন কোন সময় আবহাওয়া কি রুপ ধারণ করছে সেটা বোঝাটা বেশ কঠিন হয়ে পড়েছে। একটা সময় ছিল যখন শীতের সময় শুয়েছিল গরমের সময় গরম ছিল বর্ষার সময় বর্ষা ছিল। আর শরৎকালের গরম শীত এবং বর্ষা নিয়েই মনে হয়েছিল কারণ ওই সময়টা এমন একটা আবহাওয়া ছিল যে আবহাওয়া টা খুবই দারুণ ছিল এবং ওই মুহূর্তের প্রকৃতি গুলো ছিল দারুণ। যাই হোক বর্জন পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু হয়তোবা আমাদের কারণেই হচ্ছে। বেশ কিছুদিন ধরেই বৃষ্টির তেমন কোন আনাগোনা ছিল না। বলা যেতেই পারে দৃষ্টির জন্য মানুষ একপ্রকার হাপিয়ে উঠেছিল। উত্তপ্ত গরম মেয়ে মানুষের জীবন অতি দুর্লভ হয়ে পড়েছিল। হঠাৎ করে বৃষ্টির আগমন আর এই বৃষ্টিটা এমন ভাবেই শুরু হয়েছে যেন সারাদেশে বন্যায় পরিণত করেছে। মাস পরে যেন বৃষ্টি থামছেই না কম বেশি বৃষ্টি হতেই চলেছে। তবে এই বছরে যত বৃষ্টি হয়েছে তার মধ্যে সেরা বৃষ্টি হয়েছে গতকাল।


জোহরের আজানের পরে এবং আসরের ঠিক আজানের আগে থেকেই বসসার একটা আগমন ঘটার জন্য মেঘ গড়গড় করছিল। মাঝেমধ্যেই বিদ্যুৎ চমকে উঠছিল। আর বেশ জোরালো ভাবে মেঘ ডেকে উঠছিল এবং বর্জ্যপাত ঘটছিল। আসলে এ চলমান সময়টা বজ্রপাত অনেক মানুষ মারা যায় কি জন্য যে বজ্রপাত গুলো এমন ভাবে ঘটে যে তিনিই আকাশের মোটামুটি মেঘ দেখা যাচ্ছে অথচ বজ্রপাত হচ্ছে। কালকে যখন আকাশের এমন অবস্থা তখন আমি পুকুরে ছিলাম বেশ ভয় লাগছিল মেঘের ডাকে। যাইহোক বেশ তাড়াতাড়ি না করলে করলাম না মোটামুটি স্বাভাবিকভাবে মাছের খাবার দিয়ে চলে আসলাম। এরপরে বাড়িতে এসে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। টানা এক ঘন্টারও বেশি সময় নেই বৃষ্টি। আর বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছিল চারিদিকে মনে হয়েছিল যেন ঝড়ো বাতাস অর্থাৎ টর্নেডো বয়ে চলেছে। বৃষ্টির শব্দে মনে হচ্ছিল আজ এই বৃষ্টি হয়তোবা আর থামবে না। এমনিতে বেশ কয়েকদিন আগে টানা বর্ষার কারণে চারিদিক প্লাবিত হয়ে গেছে। মানুষের মাঠে জমির ধান গুলো হয়তো বা নষ্ট হয়ে যাবে এমন আভাস দেখা দিছে। এরই মধ্যেই বছরের সেরা বৃষ্টির গতকাল ঘটে গেল। বৃষ্টির প্রবণতা এতটাই বেশি ছিল যে ছাদের উপরে প্রত্যেকটা মানুষের ছাদ উপরে পানি পড়ছিল। অর্থাৎ ছাদে যে পাইপ ছিল সেটা দিয়ে পানি বের হয়ে শেষ করতে পারছিল না।


বেশ কয়েক সপ্তাহ ধরে টানা বর্ষার ফলে যেমন মানুষের জনজীবন বেশ বিপর্যয় ঘটেছে। আর কত কালকে সেরা বৃষ্টির হরফ হলে আরও বেশি মানুষের জীবনযাপন জানো একটা ভিন্নতা রূপ নিয়েছে। আসলে বৃষ্টি হবে নাই বা কেন কয়েকদিন ধরে বিশ্রী গরম এতটাই গরম পড়ছে মানুষ যেন হাতে উঠেছিল। সবার মুখে একই কথা হয়তো বা বড় কিছু আশঙ্কা দেখা দিতে পারে কারণ এত গরম পড়ছে যে গরমের তাপ কমছেই না। যখন পৃথিবীতে তাপ বৃদ্ধি পাবে তখন বুঝতে হবে কোন না কোন কিছু ঘটতে চলেছে। এইতো কয়েকদিন আগেই সংবাদে শুনলাম নাকি ঘূর্ণিঝড় হবে আর এই ঘূর্ণিঝড়ে নামো দেশ দিয়েছে মিল্টন। আমার এই বিপুল পরিবর্তন কখনো কখনো মানুষকে বিপর্যয় ফেলে আবার কখনো কখনো মানুষকে স্বস্তি দেয়। ঠিক যেমন কয়েকদিন যাবত প্রচন্ড গরম গত কালকের বৃষ্টিতে কিন্তু মানুষের জনজীবন বেশ শান্তিতে। তবে ফসলের কিন্তু দারুন ক্ষতি হয়ে গেছে। কালকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল মনে হয়েছিল যেন আর থামবে না। তবে একটা কথা না বললেই নয় আমার দেখা গতকালকের বৃষ্টি হল সেরা বৃষ্টি।


অন্যদিন বৃষ্টি হলে বাতাস থাকে কিন্তু গত কালকের বৃষ্টিতে কোন বাতাস নেই শুধু মেঘ ডাকছে এবং অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির শেষে যখন আমি বাইরে গেলাম দেখলাম রাস্তাঘাট গুলো যেন মনে হচ্ছে এইমাত্র সাগরের ঢেউ উঠেছে পড়ছিল এবং পরবর্তীতে জোয়ারে ভাতা নেমে এসেছে। সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন আসলে বলছি তো মানে বৃষ্টির প্রবণতা এতটাই বেশি ছিল মনে হয়েছিল যে এই বৃষ্টি আর ছাড়বার নয়। সবার মুখে একটাই কথা এই বছরে মনে হয় এটাই সেরা বৃষ্টি। তবে গত কয়েক বছর ধরে বৃষ্টি হার খুব কম আর এর ফলে কিন্তু মানুষের জীবনযাত্রার অনেক ব্যাহত হয়েছে। আসলে প্রকৃতির নিয়মে প্রত্যেকটা জিনিস একটা সুষ্ঠুভাবে পরিচালনা হওয়া দরকার রয়েছে। যখন প্রকৃতির তার ভিন্নতা রূপ নেবে তখনই মানুষের জীবনের উপরে প্রভাব পড়বে। যাইহোক কালকের বৃষ্টি সত্যি আমার দেখা সেরা বৃষ্টি আর বৃষ্টি সব সময় আর বেশ ভালো লাগে আর বৃষ্টির সময় ঘুমাতে তো আরো বেশি ভালো লাগে। তবে গতকাল যে বৃষ্টি হয়েছে তাতে মানুষ আশা করছে আর বৃষ্টি যেন না হয় এতে মানুষের ফসলের প্রচুর ক্ষতি হচ্ছে। যদিও আমরা চাইলেই হবে না সৃষ্টিকর্তা না যাওয়া পর্যন্ত তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

এমনিতে কয়দিন পর পর টানা বৃষ্টি হচ্ছে এ বছর। তারপরে আবার কালকের বৃষ্টি একটু বেশি হয়েছিল। আমাদের এদিকে তো ছোট বড় পুকুর প্রায় ভাঁটিয়ে যাওয়ার মত। আর এভাবে বৃষ্টি হতে থাকলে মানুষের জন্য জীবন সত্যি অনেক কঠিন হয়ে যাবে। তবে সবার মত আমারও চাওয়া আর যেন বৃষ্টি না হয়। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।

 4 months ago 

সৃষ্টিকর্তার পরিকল্পনা উত্তম। তাই তিনি যা করেন ভালোর জন্যই করেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67