টার্গেট ডিসেম্বর সিজন - ৫" ১০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ4 days ago

বিসমিল্লাহ
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন। আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি (২৮ - ০২- ২০২৫)


Source


আমি প্রথমে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই,প্রিয় @rex-sumon ভাইকে।আমাদেরকে পাওয়ার আপ করার উৎসাহিত করার জন্য।তিনি খুব সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন।আর এই উদ্যোগ গ্রহণের মাধ্য দিয়ে আমরা পাওয়ার আপ করে যাচ্ছি।
আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করছি।পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। এই প্লাটফর্মে দীর্ঘ মেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। আর তাই আমি "টার্গেট ডিসেম্বর সিজন-৫ নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা নিয়ে সামনের দিকে এগুনোর জন্য মনস্থির করেছে। আর তাই আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আমি যেন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এই বছরে আমার লক্ষ্য মাত্রা ৭০০০ এসপি।

এ-সপ্তাহে আমার ওয়ালেটে ৮৩৫ স্টিম ছিল। ৮৩৫ স্টিম থেকে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি তা পর্যায়ক্রমে ধাপ গুলো নিম্নে দেওয়া হলঃ-

পাওয়ার আপ পোস্ট করার আগে আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।

Screenshot_2025-02-28-19-46-03-859_com.android.chrome.jpg

পাওয়ার আপ পোস্ট করার সময় আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।

Screenshot_2025-02-28-19-46-19-539_com.android.chrome.jpg

পাওয়ার আপ পোস্ট করার শেষে আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।

Screenshot_2025-02-28-19-47-16-828_com.android.chrome.jpg

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

৭০০০ স্টিম পাওয়ার পূর্ণ করার টার্গেট নিয়ে আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন। আজ আপনি দশ সিস্টেম পাওয়ার আপ করার মাধ্যমে অনেকটাই এগিয়ে গেলেন। আশা করছি আপনি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করে গেলে নিজের কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 days ago 

জানি সম্ভব হবে না তারপরও চেষ্টা করব যতটুকু পারা যায় এগিয়ে যাওয়ার জন্য।

 4 days ago 

আর আপ করা মানে নিজের অ্যাকাউন্টের শক্তি বৃদ্ধি করা। ভাইয়া আপনি আজকে দশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখি অসম্ভব ভালো লাগলো। আমাদের প্রত্যেকেরই উচিত এইভাবে অল্প করা হলেও পাড়া করে নিজের জায়গাটাকে শক্ত করে ধরে রাখা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 days ago 

টার্গেট কে সামনে রেখে আজকে আপনি আমাদের মাঝে পাওয়ার বৃদ্ধি করে দেখিয়েছেন দেখে খুবই ভালো লেগেছে ভাইজান। দিনশেষে আমাদের সব সময় চিন্তা ধারা থাকতে হবে পাওয়ার বৃদ্ধি করার জন্য। যার যত বেশি পাওয়ার রয়েছে সে ততো বেশি ইনকাম করার সুযোগ তৈরি করে নিতে পারে।

 3 days ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 days ago 

ভাইয়া আপনি পাওয়ার আপের গুরুত্ব বুঝে আজ পাওয়ার আপ করলেন। পাওয়ার আপ করে নিজের একাউন্টের শক্তি বৃদ্ধি করছেন।ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 3 days ago 

দোয়া করবেন আপু যেন এভাবে সামনে দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি।

 3 days ago 

আপনি তো পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে, যখন কেউ পাওয়ার বৃদ্ধি করে। দীর্ঘ সময় কাজ করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আপনি এগিয়ে যান। আপনার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল।

 3 days ago 

এটা ঠিক যারা দীর্ঘ সময় ধরে কাজ করে তারাই পাওয়ার আপ করে।

 3 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন। স্টিমিট প্লাটফর্মে যার যত বেশি পাওয়ার তার ততই বেশি শক্তি। তবে আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 22 hours ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 days ago 

আপনি আজকের পাওয়ার আপের মাধ্যমে সামনের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। এভাবে সবসময় পাওয়ার আপ করার মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আমি আপনার ৭০০০ এসপি খুব তাড়াতাড়ি পূরণ করে নিতে পারবেন ইনশাল্লাহ।

 22 hours ago 

দোয়া রাখবেন আপু আমি যেন সবকিছু পেরিয়ে এটাকে পূর্ণ করতে পারি।

 2 days ago 

আসলে সক্ষমতা বৃদ্ধি করতে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাইয়া।পাওয়ার আপ মানেই সক্ষমতা অর্জন। যত বেশি পাওয়ার আপ করা যাবে নিজের একাউন্ট তত বেশি উন্নীত হবে। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে পাওয়ার আপ অত্যন্ত জরুরি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

 22 hours ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 83733.06
ETH 2098.97
USDT 1.00
SBD 0.63