ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি।
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১২ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ।
২৪ জমাদিউল সানি ১৪৪৫ হিজরি। ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।
পৃথিবীতে বিভিন্ন প্রকারে ফুল পাওয়া যায় আর এই ফুল গুলোর মধ্যে কিছু ফুল থাকে যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। দেশীয় বিদেশিও বিভিন্ন ধরনের ফুল এখন আমাদের দেশে চাষ হচ্ছে। বলা যেতে পারে শীতকাল কিন্তু ফুলের সময় সে সময় বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়। দেখতে পারছেন এই ফুলটি সবাই চিনেন। এই ফুলের কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি কাটা যুক্ত ফুল। অর্থাৎ এর গায়ে প্রচুর পরিমাণে কাটা থাকে। গায়ে কাটা থাকলেও এই ফুলটি দেখতে ভীষণ সুন্দর। কথায় আছে কষ্ট করলে কেষ্ট পেলে বিষয়টা ঠিক তেমনি এর গায়ে কাঁটা থাকলেও খুবই সুন্দর। ফুলের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে আশা করি আপনাদের ভাল লেগেছে।
শীতকালে বিভিন্ন প্রকারের সবজি পাওয়া যায় আর এসব সবজির মধ্যে অন্যতম কিন্তু বর্তমানে পালং শাক মুলা বেগুন পেঁয়াজের কালি আরো বিভিন্ন ধরনের সবজি রয়েছে। আপনারা যে সবজিটি দেখতে পাচ্ছেন এটি হল লাল শাক। রাস্তার পাশে একজন কৃষক একটি চাষ করেছে দেখে বেশ ভালো লাগলো। আসলে ভালোলাগার বিষয়টি হল তিনি রাস্তার পাশে ছোট্টো অল্প কিছু জমিয়েছে আর এই জমিতে তিনি উৎপাদন করেছেন। আসলে অল্প জমিতে যদি কোন কিছু তৈরি করা যায় একদিকে যেমন বিষমুক্ত সবজি পাওয়া যায় অন্যদিকে নিজের অর্থ কিছু বেঁচে যাই। আসলে এই ধরনের কাজগুলো আমি দেখলাম শহর অঞ্চলের মানুষগুলোও করে থাকে বর্তমান সময়।
শীতকালীন আরেকটি অন্যতম সবজি হলো সিম। রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো এই ফুল। আসলে ফটোগ্রাফিটি করার সময় অনেকটা সন্ধ্যা নেমে এসেছিল এজন্য আহত অতটা সুন্দরভাবে তোলা হয়নি। কিন্তু তারপরও সন্ধ্যা লগ্নে ফুলের এই আলতো করে চাহনি টা বেশ ভালো লাগছিল। এর ফুল গুলো বেশ লম্বা উপরের দিকে উঠে যায় এবং ছোট ছোট পাতা হয়ে থাকে। এই ফুল থেকেই কিন্তু ফলো করে নিতে হয়। মানুষ এখন বর্তমান সময়ে এর ব্যাপকভাবে উৎপাদন করছে আসলে শীতকালে এই সবজিটি খেতে বেশি ভালো লাগে।
আমাদের দেশের মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত একটি ফল তাহলে কলা। অন্য সবজির মতো এই সবজিটা একটু ভিন্ন অর্থাৎ এটি প্রায় বছরে পাওয়া যায়। তবে শীতকালের কলা থেকেও গরমের কলার সুস্বাদটা একটু বেশি। কলা গাছের কিন্তু বিভিন্ন রকমের নাম রয়েছে অর্থাৎ সবরি কলা ছটি কলা ,বাইছ ছড়ি কাঁচা কলা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের কলা নাম রয়েছে। পাকা কলা বলেন আর কাঁচা কলায় বলেন উভয় কলা কিন্তু কৃষকের জন্য বেশ লাভজনক একটি ফসল। কাঁচা কালে তার রং থাকে সবুজ কিন্তু পেকে গেলে হলুদ এবং তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে।
আমরা আধুনিক যুগে বসবাস করছি আর এই কারণেই কিন্তু আধুনিকতার ছোঁয়া আমাদের চারপাশে লেগে আছে। একটা সময় বড় রাস্তাগুলো শুধু পাকা করা হতো এখন কিন্তু গ্রামের ছোট ছোট রাস্তাগুলোও কিন্তু পাকা করছে। আসলে রাস্তা পাকা করছে এটা বড় বিষয় না বিষয়টি হলো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন এই রাস্তার রংটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং আঁকাবাঁকা রাস্তাটা দেখতে এতটাই ভালো লাগছিল ফটোগ্রাফি না করে পারছিলাম না। আসলে এখানে একটা নিখোচিত সৌন্দর্য রয়েছে যে সৌন্দর্যটা ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে।
বিকেলের গোধূলির লগ্নে যখন সূর্যটা ডুবেডুবি ভাব। সূর্য ডোবার সময় আকাশের একটা নীল আভা থাকে। তারের উপরে ভেসে আছে পাইতেন তা ঠিক পাশে কিছু গাছপালা। ঠিক তার মাথার উপর দিয়ে সূর্যটি ডুবে যাচ্ছে। ডুবন্ত সূর্যের সৌন্দর্যটা অন্যরকম একটা সৌন্দর্য। সূর্য ডোবার সময় সূর্যের অন্তিম অর্থাৎ শেষ সময় দিলে সূর্যের রং ভিন্ন ধরনের হয়ে থাকে। গ্রাম অঞ্চলের মাঝখানে যখন সূর্য ডুবে তখন সুন্দর লাগে। শীতকালে একটা বিষয়ের লক্ষ্য করে দেখবেন সূর্যটা অনেকটা এক সাইডে হেলে যায়। আর হেলে যাওয়ার কারণেই ক্লান্ত শীতকালে দিন অনেক ছোট হয়ে যায়। তবে যাই হোক সবচেয়ে বড় কথা হলো এখানে সূর্যের তার সৌন্দর্যটা ফুটে উঠেছে। আর সূর্য ডোবার এই সৌন্দর্য প্রতিটা মানুষের কাছে ভালো লাগে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি। |
---|
ডিভাইসের নাম | Poco |
---|---|
মডেল | M2 |
ফটোগ্রাফার | @tuhin002 |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি ভাইয়া রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। আসলে এক সাথে বেশ কিছু ফটোগ্রাফি দেখা যায়। আপনার সব ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। বিশেষ করে সূর্যের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি গুলা আপনার ভালো লেগেছে এটা যেন ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর ফটোগ্রাফি মানেই ভিন্ন ভিন্ন রকম দৃশ্যের সৌন্দর্য। আপনি বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা বিকেলের গোধূলির লগ্নে যখন সূর্যের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
ফটোগ্রাফি গুলা আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।
https://x.com/ABashar45/status/1872631959887004064?t=HE-Dwwqe3XL3j0NhC3WIeQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফুলের সৌন্দর্যটা প্রথম ফটোগ্রাফিতে একদম পুরোপুরি নিখুঁতভাবে তুলে ধরেছেন। চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আসলে ফুলের সৌন্দর্য সব সময় সৌন্দর্য। আর সৌন্দর্য সবসময় মানুষকে মুগ্ধ করে। অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।