স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি @tuhin002
from Bangladesh
১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।
২৭ রজব১৪৪৫ হিজরি, ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ।
বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি। |
---|
🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀
অনু কবিতা-১
আকাশে কালো মেঘ বিদ্যুৎ চমকায়
ঘন আধারে ঢেকে এসেছে সবকিছু।
এই বুঝে বৃষ্টি হবে হবে ভাব চারপাশে
কিন্তু তবুও নেই কোন বৃষ্টির দেখা নেই।
অনু কবিতা-২
সকালে শীতের হাওয়া বয়ে চলেছে
নদীর পাড়ে একটু যেন ভাটা পড়ে আছে।
ঘন কুয়াশায় চারিদিকে কেমন ধুপছায়া
নিঃশব্দে হয়ে বসে আছি আমি একলা।
অনু কবিতা-৩
শীতের সকালের রৌদ্র উজ্জ্বল একটা মুহূর্ত
চারিদিকে শিশিরের বিন্দু পড়ে আছে মাটিতে
গাছিরা রস সংগ্রহ করার কাজে ব্যস্ত থাকে
এমন শীতের সকালটা যেন বারবার জীবনে আসে।
অনু কবিতা-৪
ফাল্গুনের হাওয়া বইছে চারিদিকে
গাছে গাছে আমের মুকুলের ধরেছে।
প্রকৃতির অপরুপ সৌন্দর্যের রুপ যেন
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের আশেপাশে।
পোস্ট বিবরণ
শ্রেণী | অনু কবিতা |
---|---|
ডিভাইস | poco M2 |
লেখক | @tuhin002 |
লোকেশন | মেহেরপুর |
আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
শীতের মৌসুম নিয়ে দারুণ দারুণ কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা সব কয়টি কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগলো। শীতকাল সত্যি অসাধারণ। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।
আপনাদের ভালোলাগাটাই হলো আমার সফলতা । অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/ABashar45/status/1884238237780304371?t=Re2x2B4EPo4f-qCmIVFuwg&s=19
.
আপনার লেখা অনু কবিতা গুলি আসলেই চমৎকার হয়েছে ভাই। এজন্যেই খুব করে চা, আগামীতে যেনো এরকম অনু কবিতা আপনার পোস্টে আবারোও দেখতে পাই। অনু কবিতাগুলির মধ্যে স্নিগ্ধ শীতের অবয়ব, আমের মুকুল প্রাসঙ্গিক অনুভূতিগুলির প্রকাশ করেছেন। চমৎকার হয়েছে আপনার লেখা অনু কবিতার লাইন গুলি। ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
জি ভাই চেষ্টা করবো আপনাদের মাঝে এমন নতুন নতুন কবিতা লিখে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে আর সেই প্রকৃতি নিয়ে এত সুন্দর ভাবে লিখেছেন যা পড়ে খুব ভালো লাগলো।প্রতিটি কবিতা অসাধারণ লিখেছেন ভাই। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার মত আমারও প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে। অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
অনুকবিতা লিখতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ ছোট ছোট কবিতার মাঝে মনের গভীরতা প্রকাশ করা যায়। আর এই জন্যই মূলত মনের ভাব প্রকাশের সুবিধা হয়ে থাকে। আজকের অনুকবিগুলো খুব সুন্দর লিখেছেন ভাইয়া। আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে এগুলো।
আপনার সাথে সহমত কোন কবিতার মধ্য দিয়ে নিজের মনের অনুভূতি গুলো প্রকাশ করা যায়। কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। আজকের প্রতিটা কবিতাই খুব সুন্দর হয়েছে। প্রকৃতি নিয়ে আপনার মনের অনুভূতি খুব সুন্দর ভাবে অনু কবিতার ছন্দ আকারে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
সব সময় চেষ্টা করে যাচ্ছি আপু, সুন্দর অনু কবিতাগুলো লিখি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এই কবিতা গুলো আপনাদের ভাল লাগে এটা যেন বেশ ভালো লাগলো।
কবিতা হোক কিংবা অনুকবিতা ভীষন ভালো লাগে আমার।আপনি আজ বেশকিছু অনুকবিতা শেয়ার করেছেন ভাইয়া।অনুকবিতা গুলো ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে অনুকবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সাথে সহমত পোষণ করলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.