আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগyesterday

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
২৬শে মাঘ ১৪৩০ বঙ্গাব্দ।

১০ সাবান ১৪৪৫ হিজরি। ১০ ফেব্রয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।



১ নং ফটোগ্রাফি।

IMG_20250126_102148.jpg

পৃথিবীতে আল্লাহ সুবহানাতায়ালা অনেক কিছু সৃষ্টি করেছেন। তিনার সৃষ্টি গুলো খুবই চমৎকার। দিনার সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হল ফুল। আজকে আমি এখানে আপনাদের মাঝে একটি ফুলের ফটোগ্রাফি করেছি যদিও এই ফুলের নাম আমার জানা নেই। পৃথিবীতে বিভিন্ন প্রকারে ফুল রয়েছে এক একটা ফুলের একেকরকম সৌন্দর্য এই ফুলটি লাল রঙের হওয়ার কারণে ফুলের সৌন্দর্য আরো বেশি বেড়েছে। আমার বাড়ির পাশে ফুলের বাগান রয়েছে সে বাগান থেকে এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম। আসলে ফুলটি দেখতে ভীষণ সুন্দর আর শীতকালে বিভিন্ন ফুল ফোটে তার মধ্যে এই ফুল একটি। আপনাদের মধ্যে কারো যদি এই ফুলের নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের মাধ্যম থেকে আমার ওই ফুলের নাম জানা হয়ে যাবে।


২ নং ফটোগ্রাফি।

IMG_20250208_170541.jpg

কথায় বলে গোবরে পদ্ম ফুল ফোটে এ কথাটা আসলেই সত্য। অনেকে ফুলের বাগানে নার্সারি তৈরি করে সেই নার্সারিতে বিভিন্ন প্রকারের ফুল ফোটায়। প্রতিটা ফুল ভিন্নতা রয়েছে তার রূপ রয়েছে তা লাবণ্য রয়েছে তার সৌন্দর্য রয়েছে তার গন্ধ রয়েছে সবই ভিন্নতা। পরিচর্যার মধ্য দিয়ে নার্সারির মধ্যে এই সমস্ত ফুলের চাষ করা হয়ে থাকে। আবার কিছু ফুল রয়েছে যারা এমনিতেই বেড়ে ওঠে প্রকৃতির উপায়ে। এখানে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এই ফুলটি ঠিক তেমনি কারণ আমি রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল এই ফুলের প্রতি। ফুলটি দেখতে এতটাই সুন্দর লাগছিল ফটোগ্রাফি না করে পারলাম না আর ফটোগ্রাফি করার পর করে আপনাদের মাঝে শেয়ার করলাম। ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনই তার রূপ লাবণ্য। এমন সুন্দর চারপাশে অনেক রয়েছে যেগুলো আমরা দেখতে দেখেও না দেখার ভান করে যাই।


৩ নং ফটোগ্রাফি।

IMG_20250207_170441.jpg

গত দুইদিন আগে আমি গাংনী বাজারে গিয়েছিলাম। সেখানে পাশ দিয়ে হেটে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলাম একজোড়া ঘুঘু পাখি খাঁচার মধ্যে আবদ্ধ। অবশ্য তারা খাঁচার মধ্যে আবদ্ধ হলেও একটা বিষয় লক্ষ্য করে দেখলাম পাশে একটা ঘুঘু ডিমে তাওয়া দিচ্ছে। ফেরাস আসলে তারা সেখানে হয়তো বা জীবন সংসার করছে কিন্তু প্রকৃতির ভাবে যে তাদের চলাচল ঘোরাফেরা অর্থাৎ মুক্ত জীবন কাকে বলে তারা সেটা উপলব্ধি করতে পারছে না আর এটাই তাদের কিন্তু একটা কষ্ট। প্রত্যেকটা প্রাণী চায় স্বাধীনভাবে জীবন যাপন করতে আর এখানে তাদেরকে পরাধীন করে রাখা হয়েছে। পাখিটা হয়তোবা বাইরে মুখ দিয়ে এটাই ভাবতেছে যদি তারা যদি এভাবে বাইরে বেড়াতে পারতো তারা যদি পাখা মেলে উঠতে পারতাম আকাশে। আমার মনে হয় এই সমস্ত পাখিগুলোকে মুক্ত আকাশে এরে দেয়াটাই উত্তম।


৪ নং ফটোগ্রাফি।

IMG_20250126_102303.jpg

শীতকালের সবথেকে সুন্দরতম ফুল হলো গাঁদা ফুল। এ গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমার এই ভাইয়ের স্কুলের সামনে থেকে। বছরের শীতকালে এখানে বিভিন্ন ধরনের ফলের চাষ করে থাকে। আসলে যেহেতু স্কুলে প্রাঙ্গনে তাই স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই কিন্তু সেটা করে থাকে। গাঁদা ফুল এমন একটি ফুল এই ফুল যেমন সৌন্দর্য বৃদ্ধি করে অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন করে অর্থাৎ গাদা হলে চাষ হয়ে থাকে প্রচুর পরিমাণে। তবে এই গাঁদা ফুল গুলো অনেক বড় তাই এগুলো থেকেও ছোট ফুলের যে গাঁদা ফুলগুলো থাকে সেগুলো বেশি চাষ হয়ে থাকে। তবে এই ফুলের একটা সমস্যা ফুল ফোটার কিছুদিনের মধ্যেই পাতাগুলো যেন নির্জীব হয়ে যায় অর্থাৎ ঝরে যায়। তবে যে সময়ের মধ্যে থাকে সেই সময়টা শেষ সৌন্দর্য ফুটিয়ে তোলে এবং চারদিকে মুগ্ধতা ছড়ায়।


৫ নং ফটোগ্রাফি।

IMG_20250126_102250.jpg

শীতকালে অনেকগুলো ফুলের মধ্যে আরেকটি অন্যতম ফুল হল ডালিয়া ফুল। আপনারা অনেকে হয়তোবা এই ডালিয়া ফুল কে চিনে থাকবেন এই ফুলটি কিন্তু শীতকালের খুবই জনপ্রিয় একটি ফুল। আরিফুলের পাপড়ি গুলো অনেক সুন্দর লাগে ছোটকাল থেকেই শুরু করে যতদিন না সর্বোচ্চ পর্যন্ত ফুটন্ত অবস্থায় উঠে ততদিন পর্যন্ত এটা সুন্দর দেখায়। ডালিয়া ফুলগুলো কিন্তু অন্য যে কোন ফুলের তুলনায় অনেক বড় হয়ে থাকে। সৌন্দর্য ফোটানোর জন্য অনেকগুলো ফুলের মধ্যে এই ডালিয়া ফুলও কিন্তু অন্যতম। আমাদের দেশে এখন বর্তমান সময়ে অনেক মানুষ নিজের ছাদের উপরে বাগানবাড়ি তৈরি করছে আর এসব বাগানে এই ডালিয়া ফুলে চাষ করে থাকে। শহর অঞ্চলে শুধু নয় গ্রাম অঞ্চলে মানুষেরাও এখন বর্তমান সময়ে ছাদের বাগানে বাগানে এসব ফুলগুলো চাষ করে থাকে। এই ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


৬ নং ফটোগ্রাফি।

IMG_20250126_102136.jpg

উপরে আপনাদের কিছু গাঁদা ফুলের ফটোগ্রাফি আমি দেখেছি আর এটাও কিন্তু সেই গাঁদা ফুলের ফটোগ্রাফি। শুধু তফাৎটা কোথায় তফাৎ হল ওই গাঁদা ফুল গুলো অনেক বড় হয়ে থাকে আর এগুলো ছোট ছোট। আপনারা অনেকেই হয়তো জানেন বিয়ের যে বাসর ঘর সাজানো হয় সেইসব বাসর ঘরে এই ছোট ছোট গাঁদা ফুলের মালা তৈরি করে সাজিয়ে থাকে। তবে গাঁদা ফুলের বিভিন্ন রঙের হয়ে থাকে এটা হল খয়রে গাঁদা ফুল এবং এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এই ফুলটি এতো পরিমাণ গাছে ধরে থাকে যেটা বলার বাইরে খুবই সুন্দর দেখায়। আর এই ফুলগুলো খুব দ্রুত কিন্তু ঝরে যায় না বেশ কিছুদিন গাছের অবস্থান করে এবং দেখতে খুবই সুন্দর। বিভিন্ন প্রকার গাঁদা ফুলের মধ্যে এই রঙের গাঁদা ফুলটি আমার কাছে ভীষণ পছন্দের। আমার মনে হয় এই ফুলটা আপনাদের কাছেও ভালো লাগবে এবং এই ফটোগ্রাফিটা আপনাদের কাছে ভালো লেগেছে।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিফটোগ্রাফি


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 yesterday 

দারুন হয়েছে আপনার আজকের এই রেনডম ফটোগ্রাফি গুলো। ফটোগ্রাফি দেখলে আমার কাছে বেশ ভালো লাগে। ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি ফটোগ্রাফি পোস্ট দেখতেও বেশ ভালো লাগে। শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

আমার তোলা ফটোগ্রাফি করে আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 yesterday 

Screenshot_2025-02-09-09-58-31-621_com.twitter.android.jpg

 yesterday 

Screenshot_2025-02-09-10-01-57-436_com.coinmarketcap.android.jpg

 yesterday 

Screenshot_2025-02-09-10-03-20-051_com.android.chrome.jpg

 yesterday 

আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি আজকে চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গাঁধা ফুল এবং ডালিয়া ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ সাজানো গোছানো। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 yesterday 

আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 yesterday 

দেখতে আমার স্কুল থেকে অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছেন আর সেগুলো আমাদের মাঝে শেয়ারও করেছেন। প্রত্যেক বছরেই আমরা চেষ্টা করি আমাদের স্কুলের বাগানটাকে সুন্দরভাবে সাজাতে যেন সকলেই এই ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। অন্যান্য বছরের মত এই বছরেও আমরা অনেক বেশি টাকা খরচ করেছিলাম ফুল গাছ লাগানোর জন্য।

 yesterday 

সুন্দর কোন কিছু করতে যদি কিছু টাকা খরচ হয় সেটা করতেও বেশ ভালো লাগে। তবে ফুলের বাগান গুলো কিন্তু খুবই চমৎকার ছিল।

 yesterday 

অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

চেষ্টা করেছি নিজের মতো করে যতটুকু পারা যায় গুছিয়ে লিখতে ধন্যবাদ আপনাকে।

 yesterday 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে, এই ফটোগ্রাফি গুলো কাছাকাছি থেকে ধারণ করলে আরো বেশি সুন্দর লাগতো। যাইহোক, আপনার শেয়ার করা ঘুঘু পাখি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। দীর্ঘ দিন পর আজকে ঘুঘু পাখি দেখার সুযোগ হলো।

 yesterday 

আপনাকে অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.