আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১৯ ১৪৩০ বঙ্গাব্দ।
০৩ সাবান ১৪৪৫ হিজরি। ০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ।
এই ফুলটির নাম ডালিয়া। ফুলটি এখনো পুরোপুরি অঙ্কটিত হয়ে ওঠেনি। ডালিয়া ফুলগুলো দেখতে অসাধারণ হয়ে থাকে। সত্যি বলতে ফুল বলতেই মনমুগ্ধ করে একটি জিনিস। সকল ফুলি দেখতে সুন্দর এবং চমৎকার। তবে ডালিয়া ফুলটি দেখতে বেশি সুন্দর লাগে কারণ এর অনেকগুলো পাপড়ি থাকে। ফুলের পরিপূর্ণভাবে ফুটে ওঠার সৌন্দর্য এক রকম আর করি থাকার সময় এক রকম। পৃথিবীতে সৃষ্টির এক একটা সৌন্দর্য এক এক রকম। তবে সৌন্দর্যের মধ্যে ফুলের সৌন্দর্য যেমন একটা সৌন্দর্য যা সকল মানুষের কাছে ভালো লাগার জিনিস এই ফুল।
এটি কি ফুল তা আমার জানা নেই এই ফুলটার নাম আমার অজানা। তবে এই ফুলটি দেখতে অনেকটা ক্যালেন্ডুলা ফুলের মত। হতে পারে এটি ক্যালেন্ডুলা ফুলের একটি জাত। তবে যে ফুলই হোক না কেন ফুলটি অনেক সুন্দর। দেখলেই মন ভরে যায়। ফুলটি আমি তুলেছিলাম একটি বঙ্গ পার্ক থেকে। ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আর এ ভালোলাগা থেকেই বারবার ছুটে আসি এই বঙ্গ পার্কে ফুল তোলার জন্য। বঙ্গ পার্কে বিভিন্ন প্রকার ফুল আছে তার মধ্যে এই ফুলটি একটি। আর ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর।
এই ফুলটা কিন্তু ডালিয়া ফুল। আমি তো আপনাদের আগেই বলেছিলাম ডালিয়া ফুল তার পাপড়ির জন্য বিখ্যাত।এই ফুলের অনেকগুলো পাপী হয়ে থাকি এবং পাপড়িগুলো সব মিলিয়ে ফুলটি দারুন লাগে । ডালিয়া ফুল অনেক রঙের হয়ে থাকে। তার মধ্যে উপরে একটি দেখেছেন আর এখানে কি দেখছেন। ডালিয়া ফুলের অনেক ভিন্নতা রয়েছে সবার মধ্যে সাদা ডালিয়া একটি আর এসব ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমি আজকে অনেকগুলো ডালিয়া ফুলের ফটো দেখে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তবে একা ক্রমের ফুলের সৌন্দর্য এক এক রকম। এই রঙের ডালে ফুলটি নেশা তোমাদের কাছে ভালো লেগেছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে।
এটিও ডালিয়া ফুলের একটি প্রজাতি। তবে এই ফুলটি একটু অন্যরকম। ফুলের খুব একটি পাপড়ি নেই।আমি আগে জানতাম ডালিয়া ফুলের অনেক গুলো পাপী হয়ে থাকে তবে আমার এটি অজানা ছিল যে এরকম ডালিয়া ফুল হয়ে থাকে। আমি পরছিলাম ভেবেছিলাম এটি হয়তো অন্য কোন ফুল তবে এই বঙ্গ পার্কের গার্ড কে জিজ্ঞেস করতে এসে বলে এটি ডালিয়া ফুলের অন্য একটি প্রজাত।বিভিন্ন প্রকার ফুলের বিভিন্ন রকম হয়ে থাকে তবে যখন ফুলের কুড়ি থাকে তখন দেখতে বেশ ভালো লাগে।
আর এই ফুলটি তো সকলেরই পরিচিত। এটি হচ্ছে গাঁদা ফুল। তবে এর আরো একটি নাম আছে অনেক মানুষ একে হাজারি গাঁদা বলে থাকে। কারণ এই গাঁদা ফুলের অনেক গুলো পাপড়ি একত্রিত থাকে। গাঁদা ফুল গ্রামে আমার যখন আছে অনেক বাড়িতেই দেখা যায়। গাঁদা ফুলের মিষ্টি সুবাস থাকে। শীতকালে অধিক পরিমাণ গাঁদা ফুল দেখা যায়। গাঁদা ফুলের কিন্তু বিভিন্ন প্রকারের রয়েছে। বিভিন্ন প্রকারে গাঁদা ফুলগুলো একত্রে দেখতে পারলে বেশ ভালো লাগে তবে এই গাঁদা ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বর্তমান সময়ে আপনি কোন ফুল বাগানে বা যারা ফুলবিলাসী তাদের কাছে দেখবেন এই গাধা ফুল রয়েছে।
আমার এই ফটোগ্রাফি তে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্রজাপতি। প্রজাপতি দেখতে অনেক সুন্দর একটি প্রাণী। কত সুন্দর সৃষ্টি তাই না। দেখুন এই প্রজাপতি ডানা গুলো কত সুন্দর এবং মনোমুগ্ধকর। এমন প্রজাপতি ফটোগ্রাফি করা কিন্তু বেশ কঠিন। প্রজাপতিগুলো আগের মত আর দেখা যায় না এখন খুবই কম দেখা যায়। তবে প্রজাপতির ভেতর কিন্তু অনেক ভিন্নতা রয়েছে ছোট-বড় মাঝারি এবং এর রঙের দিক থেকেও অনেক ভিন্নতা রয়েছে। আর প্রজাপতির ফটোগ্রাফি করাটা একটু বেশিই কঠিন। এই প্রজাপতি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি। |
---|
ডিভাইসের নাম | Poco |
---|---|
মডেল | M2 |
ফটোগ্রাফার | @tuhin002 |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া অনেক ভালো লাগলো আপনার আজকের এই ফুলের ফটোগ্রাফি। রেনডম ফটোগ্রাফি পোস্ট আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের সুন্দর দৃশ্য দেখতে পারা যায় খুব সহজে। ভালো লাগলো শীতকালীন সুন্দর সুন্দর ফুল গুলো দেখতে পেরে।
শীতকালের ফুলগুলো আমারও ভীষণ ভালো লাগে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো ধন্যবাদ
https://x.com/ABashar45/status/1885994369922343112?t=8vlOm-vmoaQJOSfqYnxQaQ&s=19
ভাই আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা সত্যি বলেছেন গাঁদা ফুল আমাদের সবার অনেক পছন্দের এবং প্রিয়। শেষের দিকে প্রজাপতি ফটোগ্রাফিটা খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফি হল আপনার ভাল লেগেছে এটা যেন ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বঙ্গ পার্ক থেকে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন, তারমধ্যে বিভিন্ন প্রজাতির ডালিয়া ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। পার্ক যদি বিভিন্ন ফুল দিয়ে সাজানো থাকে তাহলে সেই পরিবেশে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। সবশেষের প্রজাপতি ফটোগ্রাফি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেছেন আপনার ফটোগ্ৰাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। ফুলের ফটোগ্রাফি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই।
এই ফুলগুলো সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে বা জানা আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।
অসাধারণ ভাবে আপনি এই রেনডম ফটোগ্রাফি গুলো করেছেন। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা কিন্তু করতেই হচ্ছে।
আপনার কাছে প্রশংসিত হয়ে নিজের কাছে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
আসলে ডালিয়া ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আপনার শেয়ার করা ডালিয়া ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।
আপনাদের ভাল লাগাই হলো আমার সার্থকতা ধন্যবাদ আপনাকে।
আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, আর ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি সব থেকে বেশি পছন্দ করি। যে কোনো ফুলের ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। কারণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সেগুলোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। একেবারে মন ছোঁয়া ছিল আপনার তোলা সবগুলো ফুলের ফটোগ্রাফি। ফুলের পাশাপাশি প্রজাপতির ফটোগ্রাফিও দেখতে অনেক ভালো লেগেছে।
ফটোগ্রাফি হল আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। আপনাকে আরো ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে আরো বেশি উৎসাহিত করার জন্য ফটোগ্রাফিতে।