ক্রিয়েটিভ রাইটিং:- আপনি আপন মানুষের কাছে কতটা নিরাপদ ? পর্ব:- ২।

in আমার বাংলা ব্লগ2 days ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো আপনি আপন মানুষের কাছে কতটা নিরাপদ? আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


spider-9388716_1280.webp

Source


পৃথিবীর বুকে সব থেকে আপন মানুষ যদি হয় সে হলো বাবা এবং মা। তারপরে যদি কেউ আপন হয় কোন পুরুষের জন্য তার স্ত্রী আর স্ত্রীর জন্য তার স্বামী। তবে অনেক সময় এই স্ত্রীর মা-বাবা সবাই থাকে মাঝখান থেকে আবার পরও হয়ে যায়। হ্যাঁ পিতা-মাতা যদি কয়েকটা সন্তান থাকে দেখবেন সন্তানরা যখন বিবাহ উপযুক্ত হয় তার আগ পর্যন্ত তারা কতটা ভালো থাকে। ভাইয়ের প্রতি ভাইয়ের আদর স্নেহ ভালোবাসা বোনের প্রতি বোনে আলোচনা ভালবাসা ভাই বোনের সম্পর্ক সবকিছুই ভালো থাকে। কিন্তু যখন তারা বিবাহ উপযুক্ত হয় এবং বিবাহ করে এবং ব্যবহার করে তাদের স্ত্রী আসে। ভাইয়ের মধ্যে ভাইয়ের সংঘর্ষ বাদে। পরিবারের মধ্যে একটা অশান্তি বিরাজ করে তবে মানুষের মেয়ে যারা হয় তারা কখনোই কাজটি করে না। কিছু মানুষরূপী জানোয়ার থাকে যারা পরিবারের মধ্যে সব সময় সংঘাত তৈরি করে। একে অপরের মিলেমিশে থাকবো সেটা তারা চায় না। আর এর ফলে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এবং আপন পর হয়ে যায়। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে মানুষ লাঞ্ছিত হয় বা অপমানিত হোক বা ক্ষতিগ্রস্ত হোক সেটা কিন্তু নিজের মানুষের কাছ থেকে হয়ে থাকে। পর কখনো আপনাকে ক্ষতি করবে না আর যদি সেটা ক্ষতি করে সেটা ভয়ানক হতে পারে। তবে একটা কথা আছে যেখানে সুযোগ পাওয়ার দরকার রয়েছে যে সেই সুযোগটা তারা পায় না। কিন্তু আপন মানুষ আপনার পাশে থেকে আপনার একসাথে ভাত খাবে অথবা স্বপ্নের ক্ষতি করবে। একটা প্রবাদে আছে পরের থেকেও আপন ভালো আর আপনের থেকেও জঙ্গল ভালো।


পৃথিবীতে এমন উদাহরণ অনেক রয়েছে যারা মানুষের রাজ্য সিংহাসন পর্যন্ত হারিয়েছে নিজের মানুষের বিশ্বাসঘাতকতার কারণে। যদি আমরা পলাশীর যুদ্ধের কথা বলি তাহলে নবাব সিরাজউদ্দৌলা ও কিন্তু তার নিজের আপন খালার বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু শেষ সিংহাসন হারিয়েছিল। এমন ঘসেটি বেগম আমাদের বাংলাদেশে এখন অহরহ রয়েছে তা বা নিজের ঘরে। কথায় বলে ছোটলোকের বাচ্চা আসলে মানুষকেও ছোটলোক না সবাই সমান কিন্তু মানুষের ব্যবহার আছে কিন্তু এই কথাগুলো বলে থাকে। মানুষ মানুষকে নির্লজ্জ বেহায়া বলে কখন বলে জানেন যখন পরিবারে কোন মানুষ তার আচরণ দিক দিয়ে খারাপ পায়। আবার আপনি সেইসব মানুষগুলোকে সংশোধন করার জন্য উপদেশ দেবেন উল্টা আপনাকে অনেক কথা শোনাবে । যারা ভালো ঘরের মানুষ তারা কখনো খারাপ কাজে লিপ্ত হয় না অর্থাৎ তারা মানুষের প্রতি কখনোই খারাপ আচরণ করে না। এখন লক্ষ্য করে দেখবেন নিজের ছেলে বউয়ের কাছে নিজের শ্বশুররা কতটা লাঞ্ছিত হয়। নিজের মেয়ে কখনো বাবার উপর কথা না বললেও ছেলে বাপের উপর কথা না বললেও দেখবেন বেটার বৌয়েরা তাদের শ্বশুরের উপরে কিভাবে কথা বলে। তাদের আচরণগুলো এতটাই নিম্নমানের হয় যে জঙ্গলে পশুদের আচরণ কে হার মান। এক্ষেত্রে একটা বিষয় সে তো আপনার আপনজন তাহলে আপনি কি তার কাছ থেকে কি আপনি নিরাপদ না কখনোই না ।


আপনারা হয়তোবা সবাই আমার সাথে একমত হবেন এখন বর্তমান সময়ে মানুষ সব থেকে আপনের কাছ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আপনি প্রমাণ চান তাহলে আমি বলব আমি নিজেই তো আমি নিজের মানুষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এই ক্ষতিগ্রস্ত জন্য প্রায় তিন থেকে চারটা মাস আমি ভুগছি। মানুষ কিভাবে পারে একটা ছোট বাচ্চা বা একটা পরিবারের মানুষের উপরে খারাপ কোনো কিছু করে তাদের এইভাবে হ্যাঁরস্ত করানো বা তাদের এভাবে মানসিক চাপে রাখা বা কষ্ট দেওয়া এটা কিভাবে করে। এগুলো তো করতে পারে শুধু মানুষ ওকে জানোয়ার যাদের বুদ্ধি নিয়ে বিবেক নেই যারা যে আচরণে হল অমানুষের মত। তবে বর্তমান যে অবস্থা এই অবস্থা যদি আগামী ভবিষ্যতেও থাকে তাহলে নিশ্চয়ই এখন যে কারো ছেলে ভক্তি বা কারো স্ত্রী সে একদিন কিন্তু কারো শাশুড়ি বা কিংবা কারোর মা হবে সেদিন তারও কিন্তু এই দিন আসবে। একদিন তাদেরও কিন্তু এই সময় আসবে যে সময়টা তাদেরও কিন্তু মনে পড়বে। কথায় আছেনা আপনি যদি ইট মারেন তাহলে আপনার ঘরে পাথর পড়বে। নিজের রক্তের জোর আছে বলে ক্ষমতা দেখাচ্ছেন একদিন এই ক্ষমতা থাকবে না সেদিন কোথায় যাবে আপনার এ আত্ম অহংকার। আজকে আমি এ পর্যন্তই রাখছি সামনে দিন আমি আরো কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

Screenshot_2025-02-20-14-43-47-331_com.android.chrome.jpg

 2 days ago 

Screenshot_2025-02-20-14-48-14-727_com.twitter.android.jpg

 2 days ago 

Screenshot_2025-02-20-14-49-19-286_com.coinmarketcap.android.jpg

 2 days ago 

বিশ্বাসঘাতকতা আসলে প্রতি যুগেই মানুষের ক্ষতি করে এসেছে। আপনি নবাব সিরাজউদ্দৌলার উদাহরণটি দিয়ে একেবারে সঠিকভাবে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। ঘসেটি বেগম ঠিক এই ভাবেই পরিবারের মানুষ হয়েও নবাবের ক্ষতি করে এসেছে। আজও মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না ঠিক মত। একমাত্র বাবা-মা ছাড়া নিজের মানুষের কাছেও মানুষের বিভিন্ন রকম ক্ষতি সাধন হয়ে থাকে।

 22 hours ago 

পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, তেমন বিশ্বাসঘাতক মানুষও আছে৷ আর এসব নিয়ে আমাদের বাঁচতে হবে। তবে খারাপ লাগে যখন নিজের মানুষ ক্ষতি করে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96222.43
ETH 2680.46
SBD 0.63