You are viewing a single comment's thread from:

RE: স্টিমিট এবং ব্লকচেইন সংক্রান্ত সকল কাজে নিজের জন্য অনলাইন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

নমস্কার দাদা,

দাদা আপনি আপনার ব্যক্তিগত কাজের পাশাপাশি আমাদের স্টীমিটের জন্য প্রচুর সময় ব্যায় করেন৷ বিশেষ করে কিউরেটর একাউন্ট গুলো থেকে মেনুয়ালি ভোট প্রদান করা অনেক কঠিন ও পরিশ্রমের একটি কাজ৷ এছাড়াও আপনি প্রত্যেকের ডিএম এর উত্তর দিয়ে থাকেন৷ আমরাও আমাদের সীমিত কাজের পাশাপাশি এই ডিএম এর উত্তর দিতে পারি না অনেক সময়৷ যেটা আপনি সাবলীল ভাবে করে থাকেন৷ এছাড়াও আপনি অনেক কাজের সাথে জড়িত৷ নুসুরানুর আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ইনশাআল্লাহ আপু আপনাকে আপনার কাজে সহযোগীতা করতে পারবেন। নুসুরানুর আপু বর্তমানে স্টীমিট প্লাটফর্মের অনেক দক্ষ একজন মানুষ৷ আপনার অনলাইন অ্যাসিস্ট্যান্ট হিসেবে @nusuranur আপুকে দেখে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 106951.18
ETH 3303.98
SBD 4.88