লেবেল ওয়ান হতে আমার অর্জন || by @torikul001 || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
আসসালামু আলাইকুম
আশা করি অনেক ভাল আছেন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি।আপনাদের দোয়ায়।২৪-১২-২০২১ রোজ শুক্রবার আপনাদের মাঝে আজকে আমি লেভেল ১ থেকে যা শিখেছি বা বুঝেছি সেটা সম্পর্কে আমি আজকে পোস্ট করব।
লেভেল ১ আমি ক্লাস করেছি এবং সেখান থেকে যা শিখেছি তা এখন বিস্তারিত আলোচনা করবঃ
১। ব্লকচেইন কি?
২। ফলো,আনফলো, কমেন্ট কি?
৩। আপভোট,ডাউনভোট,রিস্টিম কি?
৪। রিওয়ার্ড পুল ও পে-আউট
৫। স্পাম্পিং কি?
৬। কপিরাইট কি?
৭। প্লাগিয়ারিজম কি?
৮। এবিউজ কি?
৯। রি-রাইট কি?
১০। ট্যাগ সম্পর্কে
ব্লকচেইন কি?
ব্লকচেইন সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি বা বুঝি যারা অনলাইনে কাজ করে থাকে তারা সবাই ব্লকচাইন সম্পর্কে জানে বা বুঝে। কারণ ব্লকচেইন এমন একটি জায়গা যেখানে আমরা লাইক কমেন্ট বা শেয়ার ওট্রানস্ফার এই কাজগুলো কোন কেন্দ্রীয় অংশ থেকে নিয়ন্ত্রণ হয় না। এটা ডিসেন্ত্রালাইজড করা আছে।
আমরা সবাই জানি যে স্টিম ব্লকচেইন ছাড়াও পৃথিবীতে অনেক ধরনের ব্লকচেইন রয়েছে তাই যেখানে নিরাপত্তা বেশি সেখানে কিন্তু সবাই আগ্রহী হবে।
ফলো,আনফলো, কমেন্ট কি?
ফলোঃ
সাধারণত এটা সম্পর্কে আমি বলতে পারি যে একজন পোস্ট খুব সুন্দর ভাবে তৈরি করে তারা আইডিটা আমি নিজের ব্লগে রাখার জন্য তাকে ফলো করে আসবো এটা এগুলো ফলো
আনফলোঃ
যখন আমি একজন ইউজারকে ফলো করতে যাব তখন কিন্তু সেখানে ফলো লেখা থাকবে সেটা যখনই আমি ক্লিক করব ঠিক সেইসময় আনফলো হয়ে থাকবে। এটা যদি আনফলো জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে ফলো হয়ে যাবে তখনই আমি বুঝে নিতে হবে আমার যে আনফলো হয়ে গেছে।
রিওয়ার্ড পুল ও পে-আউট
রিওয়ার্ড পুল সম্পর্কে আমি যতটুকু জানি। সাধারণত আমরা পোস্ট দিয়ে ইনকাম করি সেটা সাত দিন আমাদের পোস্টে থাকে কারণ কখন ডলারের দাম ওঠা নামা করে কোন ঠিক থাকে না। তাই এটা সাতদিন পর্যন্ত আমাদের পোষ্টে থেকে যায়। এটা হলো রিওয়ার্ড পুল
যখনি wallet চলে যায়। তখনি সেটা পে-আউট ধরি আমরা।
স্পাম্পিং কি?
সাধারণত আমরা স্পাম্পিং সম্পর্কে যা জানি সেটা হলো একই জিনিস বারবার ব্যবহার করা। যেমন একই ছবি বারবার পোস্ট করছেন এক লেখা বার বার ব্যবহার করছেন বা সেটা ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছেন সেটা স্পাম্পিং।
কপিরাইট কি?
কপিরাইট সম্পর্কে যেটা বোঝা যায় যে পৃথিবীতে অনেক আবিষ্কার আপনি যেটা সে নিজে তৈরি করেছে কিন্তু এই ধরনের জিনিস গুলো যদি সেখান থেকে আমরা কপি করে নিয়ে এসে নিজের বলে চালিয়ে দিই সেটা হবে কপি রাইট।
প্লাগিয়ারিজম কি?
সাধারণত সবাই আমরা প্লাগিরিজম এবং কপিরাইট একসাথে মিশিয়ে খেলে এটা করলে চলবে না কারণ প্লাগিরিজম হলো অন্যের কোন লেখা নিজের বলে চালিয়ে দেয়া টাই হলো প্লাগিরিজম।ওই লেখার ভেতরে ৭০% থেকে ৭৫% আপনার নিজের হতে হবে। এবং অন্য ৩০% প্রয়োজনীয় নিয়ম মাফিক সেটা তৈরি করতে হবে।
এবিউজ কি?
খুব সংক্ষেপে আমরা বলতে পারি এবিউজ সম্পর্কে যেমন খুব চালাকি করে আপনি এক থেকে একাধিক আইডি ব্যবহার করছেন সেটাই কিন্তু এবিউজ।
রি-রাইট কি?
আমি যদি মনে করি আমি একটি বিষয় সম্পর্কে পড়াশোনা করব তাহলে কিন্তু আমাকে একটা বই কিনতে হবে এবং সেই বইতে একটা গল্প পড়লাম এবং সেটা সম্পর্কে আমি যখন গুছিয়ে গল্পটা নিজের ভাষায় লিখব সেটা কিন্তু রি-রাইট এবং এই লেখাটা অবশ্যই 75 পার্সেন্ট হওয়া লাগবে নিজের। 25 পার্সেন্ট নিয়ম অনুযায়ী করতে হবে।
ট্যাগ সম্পর্কে
ট্যাগ ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যে সম্পর্কে আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। যদি আপনি রেসিপি সম্পর্কে পোস্ট তৈরি করেন তাহলে আপনাকে রেসিপির ট্যাগ ব্যবহার করতে হবে। যদি আপনি ট্রাভেল সম্পর্কে পোস্ট করে থাকেন। তাহলে ট্রাভেল সম্পর্কে
ট্যাগ ব্যবহার করতে হবে।
নিষিদ্ধ বাক্যঃ
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যে বিষয় নিয়ে পোষ্ট তৈরি করা যাবে না সেটা হলেও কোন দেশের রাজনীতিক কোন প্রসঙ্গে , শিশুশ্রম, কোন দেশের রাজনৈতিক বিষয়, ধর্ম নিয়ে লেখালেখি, কোন ব্যক্তিকে নিয়ে কটূক্তিমূলক বা হিংসাত্মক, পশুপাখি নির্যাতন, অপরাধমূলক ,অসামাজিক কোন লেখা ব্যবহার করা যাবে না
সাধারণত আমার লেখার মধ্যে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার বাংলা ব্লগ এ কাজ করার সুযোগ দিবেন ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।
আপনি নতুন করে পোস্ট করুন। লেভেল ১ এর পরিক্ষা কিভাবে দিতে হয় সেটা আপনি না জেনেই পোস্ট করেছেন। এই লিংকটি পড়ুন-
https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam
আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাইয়া