আলু মাছ ও বড়ি দিয়ে তৈরী রেসিপি || 10% Beneficiary To @shy-fox
হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ বুধবার, ডিসেম্বর ২৯/২০২১
১ নং ধাপ
মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নেই এবং তার সাথে হলুদ মাখিয়ে রেখে দেয়।
বড়ি,আলু ও মাছ রান্নার প্রয়োজনীয় উপকরণ
ঝাল, হলুদ, রসুন, পেঁয়াজ, আদা,লবন,তেল
২ নং ধাপ
কড়াই গরম করে নেই এবং কড়াই এর ওপরে তৈল দেই।তেল গরম হয়ে গেলে মাছগুলো তেলের উপরে দিতে হবে ।
একটা একটা করে মাছগুলো গরম তেলের ওপরে ছেড়ে দেই।
মাছগুলো যখন লাল রঙের হয়ে যাবে। তখন আপনাকে এপিঠ-ওপিঠ উল্টে দিতে হবে। নইলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
৩ নং ধাপ
প্রথমত আগেই বড়ি গুলোকে একটি পাত্রে রাখি এবং মাছ ভাজার জন্য যে কড়াইটি ব্যবহার করা হয়েছিল। সেই কড়াইটি এর ওপরে বড়িগুলো ঢেলে দেই।
বড়িগুলো তেলের ওপরে দিয়ে খুব সুন্দর ভাবে নাড়াচাড়া করতে হবে। যেন বড়ি উঠলো পুড়ে না যায়।
৪নং ধাপ
মাছ ও বুড়ি ভাঁজার অংশগুলো একটি পাত্রে রেখে দেই।
৫ নং ধাপ
আলু গুলোকে সুন্দরভাবে একটি চাকু দ্বারা কেটে নেই। এবং সেগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি পাত্রে রেখে দেই।
কড়াই এর ওপরে তেল দেই। এবং আলু গুলো পরিষ্কার করে কেটে একটি পাত্রে রাখা হয়েছিল সেগুলি কড়াই ঢেলে দেই।
কড়াই এর উপরে আলু গুলো ছেড়ে দেয়ার পর। তা আলুর সাথে ঝাল মসলা গুলো সুন্দর ভাবে খুন্তি দ্বারা নেড়ে দিতে হবে যাতে আলুর সাথে সেগুলো ভালোভাবে মেখে যায়।
আলুর সাথে বড়ি গুলা ঢেলে দেই
৬নং ধাপ
কড়াই এর ওপরে কষানো আলুগুলো এর মধ্যে পানি দিতে হবে।
পানি দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন পানি ফুটে গেছে। ঠিক সেই সময় আপনাকে খুবই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে মাছ গুলো এবং এগুলো ভেসে যাবে। সবসময় খেয়াল রাখবেন। পানি ফুটে গেলে আপনাকে মাছ ঢেলে দিতে হবে।
মাছ রান্নার কাজ শেষ। আলু বড়ি ও মাছ দিয়ে রান্নার কাজ আমার শেষ। এখন এটা খাওয়ার জন্য খুবই উপযোগী। আপনারা সবাই দোয়া করবেন। আমি যেন খুব ভালোভাবে আপনাদের মাঝে পোস্ট করতে পারি এবং আমার লেখার মধ্যে কোন ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার রেসিপি টা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি খুব সুন্দর ভাবে আলু মাছ ও বরি দিয়ে রেসিপিটা বানিয়েছেন। রান্না দেখে বোঝাই যাচ্ছে ভাইয়া অনেক টেস্টটি হয়েছে।
আপনি খুব সুন্দর ভাবে মাছ এবং কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছেন কুমড়ো বড়ি আমার খুব প্রিয়। শীতকালে রেসিপি গুলোতে কুমড়ো বড়ি দিলে অন্যরকম একটি স্বাদ পাওয়া যায়। এত সুন্দর রেসিপি করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আপনার জন্য সবসময় শুভকামনা রইল।
আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ আপনাকে
ওয়াও খুব লোভনীয় একটি রেসিপি আপনি প্রস্তুত করেছেন রেসিপি দেখে জিভে জল চলে আসলো মনে হচ্ছে খেতেও দারুন মজা হবে বিশেষ করে ডালের বড়ি।।।
অসম্ভব সুন্দর এবং মজাদার একটি লোভনীয় রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতকালে এরকম আলু এবং কুমড়ো বড়ি দিয়ে এ রকম রেসিপি রান্না করলে খুবই সুস্বাদু লাগে আপনি অনেক চমৎকার ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার তৈরি এই রেসিপিটি আমাদের সকলের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনার রেসিপিটি অনেক সুস্বাদু এবং লোভনীয়। ধন্যবাদ আপনাকে এত মজাদার এবং লোভনীয় কেক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কুমড়া বড়ির রেসিপি আমার কাছে অনেক মজা লাগে। কুমড়া বড়ি দিয়ে মাছ রান্না হলে মাছের চেয়ে কুমড়া বড়ি বেশি খেয়ে থাকি। লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আলু মাছ বড়ি দিয়ে আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা রইল। আরো প্রয়োজনীয় উপকরণ গুলো দেয়া হয় নাই আপনি ওগুলো দিয়ে দিবেন
পরের পোস্ট এ সেলফি দিবো ভাইয়া ধন্যবাদ আপনাকে। আমার পোস্ট দেখার জন্য
আলু মাছ এবং বরি দিয়ে দারুন একটি রেসিপি উপস্থাপন করেছেন আপনি।খুবই চমৎকার হয়েছে রেসিপটি বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।
আপনার মাছ রান্নাটি ভালো হয়েছে আর রেসিপিটিও সুন্দর।
আপনার পোস্ট কোয়ালিটি বৃদ্ধি করতে আপনাকে আমি কিছু সাজেশন দিবো,
১. প্রথমে আপনার রেসিপির ফাইনাল লুকটির একটি ছবি দিবেন।
২. এরপরে সবগুলো উপকরণ এর একটি ছবি দিবেন। সেই সাথে উপকরণ এর নামগুলো ধাপ আকারে লিখবেন।
৩. এরপর ধাপ আকারে রান্নাটির পুরো প্রসেস লিখবেন।
৪. এরপর কিছু কথা লিখবেন।শুধু রেসিপিটি লিখলে পোস্ট অনেক ছোট হয়ে যায়।
সাজেশন দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।
আলু মাছ ও বড়ি দিয়ে তৈরী রেসিপি অনেক সুন্দর হয়েছে। এরকম স্বাদের তরকারি কখনো খাওয়া হয়নি ভাইয়া। সত্যি অনেক ভালো লাগলো দেখে ভাইয়া। রেসিপি স্বাদ হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। মাছ, আলু ও কুমড়া বড়ি রান্না টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখতে খুবই লোভনীয় লাগছে আর মনে হচ্ছে অনেক বেশি মজা হবে ধন্যবাদ আপনাকে