এসো নিজে করি ||রঙিন কাগজ দিয়ে তৈরী ঘুড়ি ||১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ বুধবার , জানুয়ারী ১২/২০২২


IMG_20220112_145943_573.jpg

সর্বশেষ মূল ছবি

ধাপ - ০১

IMG_20220112_144154_415.jpg

প্রয়োজনীয় উপকরণ

১। রঙিন কাগজ
২। কাইচি
৩। গাম
৪। কাঠি
৫। সুতা

ধাপ - ০২

IMG_20220112_144255_297.jpg

দুটি রঙিন কাগজ নেই এবং একসাথে আঠা দ্বারা লাগিয়ে দেই।

ধাপ - ০৩


IMG_20220112_144458_225.jpg

রঙিন কাগজ দুটিতে আঠা লাগানোর কাজ শেষ। এখন এক ভাঁজ করে রেখে দেয়।

ধাপ - ০৪


IMG_20220112_144518_407.jpg

পরবর্তীতে এখনো আরেকটি ভাজ মেরে রেখে দেই।

ধাপ - ০৫


IMG_20220112_144608_099.jpg

সামনের দিকে খুব সুন্দর ভাবে আরেকটি ভাজ দেই। এবং পরে কাইচি দ্বারা খুবই সুন্দর ভাবে কেটে নেই।

ধাপ - ০৬


IMG_20220112_144658_286.jpg

কাগজ কাটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি পরবর্তী ধাপে চলে যাব।

ধাপ - ০৭


IMG_20220112_144721_699.jpg

যে কাগজটি আমি কেটেছিলাম কাইচি দ্বারা। সেটা এখন মিলিয়ে রেখে দেই।

ধাপ - ০৮


IMG_20220112_144805_529.jpgIMG_20220112_145002_099.jpg

নারকেলের পাতার সাথে যে খিল থাকে। সেটা এখন আমি নেই এবং তার সাথে সুতা লাগিয়ে দেই।

ধাপ - ০৯

IMG_20220112_145303_063.jpgIMG_20220112_145235_978.jpg

কাগজ গুলো সুন্দর ভাবে কেটে ফেলা হয়ে গেছে এখন আমার। আমি এগুলো মিলিয়ে একপাশে রেখে দেই।

ধাপ - ১০

IMG_20220112_144721_699.jpgIMG_20220112_145532_036.jpg

খুব সুন্দর ভাবে এখন আমি ওই খিল গুলো এই কাগজের সাথে সুন্দরভাবে লাগিয়ে দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে ঘুড়ি বানানো হয়েগেছে।

IMG_20220112_145858_575.jpg

সুন্দরভাবে ঘুড়ির একটি লেজ তৈরি করে নেই।

IMG_20220112_145943_573.jpg

আমি যে অংশটি তৈরি করার জন্য এতক্ষন এত পরিশ্রম করছি। তা এখন তৈরি হয়ে গেছি। আমি এখন এটা তৈরি করতে সক্ষম হয়েছি।

IMG_20220112_150053_189.jpg

সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে খুব ভালো ভালো পোস্ট দিতে পারি। এবং আমার এই পোস্ট লেখার মাঝে বা পোস্ট এর মাঝে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

  • ঘুড়ি সবারই অনেক প্রিয়। আর আপনি ঘুড়ি কে রঙিন কাগজ দিয়ে খুব অসাধারণ করে তৈরি করেছেন। এটি আমার খুবই ভালো লেগেছে। খুব অসাধারণ ভাবে ধাপে ধাপে বর্ণনাও করেছেন।

অনেক গঠন মূলক কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার ঘুড়ি বানানো টি অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দেয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

আমি নিজে ঘুরি তৈরি করা এবং উড়ানোর মাস্টার বলতে পারেন। যদিও এগুলো আমার ভাইয়ের থেকে আমি শিখেছি। আমি সবসময়ই বড় বড় ঘুড়ি তৈরি করে থাকি।

রঙিন কাগজ দিয়ে ঘুড়িটা বেশ ভালো তৈরি করেছেন। এটাকে আমাদের এলাকায় চিলে ঘুড়ি বলা হয়। ঘুড়ি নিয়ে আমাদের এলাকায় একটি ছন্দ আছে এটা হলো

চিলে করে ঢিলে মিলে
কৈড়ে দেয় টান
ঢাউস বেটা উঠে গেছে
আরও সুতা আন।

 3 years ago 

আপনার তৈরি করা রঙ্গিন কাগজের ঘুড়ি টি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এভাবেই ঘুড়ি তৈরি করতাম এবং কাটিম সুতা দিয়ে আকাশে উড়াতাম তখন অনেক ভালো লাগতো। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি ঐতিহ্যবাহী জিনিস আমাদের উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঘুড়ি আমার অনেক প্রিয় একটা জিনিস। ঘুড়ি দেখলেই মন ভালো হয়ে যায়। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে ঘুড়ি তৈরি করেছেন। এ ঘুড়ি আকাশে উড়ালো অনেক ভালো লাগবে। ছোটরা ঘুড়ি ওড়াতে অনেক পছন্দ করে। অনেক ভালো লাগলো আপনার রঙিন কাগজের তৈরি ঘুড়ি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91793.75
ETH 3121.53
USDT 1.00
SBD 3.17