এসো নিজে করি ||রঙিন কাগজ দিয়ে তৈরী ঘুড়ি ||১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ বুধবার , জানুয়ারী ১২/২০২২
প্রয়োজনীয় উপকরণ
১। রঙিন কাগজ
২। কাইচি
৩। গাম
৪। কাঠি
৫। সুতা
দুটি রঙিন কাগজ নেই এবং একসাথে আঠা দ্বারা লাগিয়ে দেই।
রঙিন কাগজ দুটিতে আঠা লাগানোর কাজ শেষ। এখন এক ভাঁজ করে রেখে দেয়।
পরবর্তীতে এখনো আরেকটি ভাজ মেরে রেখে দেই।
সামনের দিকে খুব সুন্দর ভাবে আরেকটি ভাজ দেই। এবং পরে কাইচি দ্বারা খুবই সুন্দর ভাবে কেটে নেই।
কাগজ কাটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি পরবর্তী ধাপে চলে যাব।
যে কাগজটি আমি কেটেছিলাম কাইচি দ্বারা। সেটা এখন মিলিয়ে রেখে দেই।
নারকেলের পাতার সাথে যে খিল থাকে। সেটা এখন আমি নেই এবং তার সাথে সুতা লাগিয়ে দেই।
কাগজ গুলো সুন্দর ভাবে কেটে ফেলা হয়ে গেছে এখন আমার। আমি এগুলো মিলিয়ে একপাশে রেখে দেই।
খুব সুন্দর ভাবে এখন আমি ওই খিল গুলো এই কাগজের সাথে সুন্দরভাবে লাগিয়ে দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে ঘুড়ি বানানো হয়েগেছে।
সুন্দরভাবে ঘুড়ির একটি লেজ তৈরি করে নেই।
আমি যে অংশটি তৈরি করার জন্য এতক্ষন এত পরিশ্রম করছি। তা এখন তৈরি হয়ে গেছি। আমি এখন এটা তৈরি করতে সক্ষম হয়েছি।
সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে খুব ভালো ভালো পোস্ট দিতে পারি। এবং আমার এই পোস্ট লেখার মাঝে বা পোস্ট এর মাঝে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
অনেক গঠন মূলক কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে
আপনার ঘুড়ি বানানো টি অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দেয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। শুভকামনা আপনার জন্য।
আমি নিজে ঘুরি তৈরি করা এবং উড়ানোর মাস্টার বলতে পারেন। যদিও এগুলো আমার ভাইয়ের থেকে আমি শিখেছি। আমি সবসময়ই বড় বড় ঘুড়ি তৈরি করে থাকি।
রঙিন কাগজ দিয়ে ঘুড়িটা বেশ ভালো তৈরি করেছেন। এটাকে আমাদের এলাকায় চিলে ঘুড়ি বলা হয়। ঘুড়ি নিয়ে আমাদের এলাকায় একটি ছন্দ আছে এটা হলো
চিলে করে ঢিলে মিলে
কৈড়ে দেয় টান
ঢাউস বেটা উঠে গেছে
আরও সুতা আন।
আপনার তৈরি করা রঙ্গিন কাগজের ঘুড়ি টি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এভাবেই ঘুড়ি তৈরি করতাম এবং কাটিম সুতা দিয়ে আকাশে উড়াতাম তখন অনেক ভালো লাগতো। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি ঐতিহ্যবাহী জিনিস আমাদের উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ঘুড়ি আমার অনেক প্রিয় একটা জিনিস। ঘুড়ি দেখলেই মন ভালো হয়ে যায়। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে ঘুড়ি তৈরি করেছেন। এ ঘুড়ি আকাশে উড়ালো অনেক ভালো লাগবে। ছোটরা ঘুড়ি ওড়াতে অনেক পছন্দ করে। অনেক ভালো লাগলো আপনার রঙিন কাগজের তৈরি ঘুড়ি।