এত চুরির ঘটনা ঘটলে তো সবসময়ই আতংকের মাঝে বসবাস করতে হয়! আসলেই যে কোনো এলাকার সিকিউরিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যারা একটু বুদ্ধি করে জিনিসপত্র কিছুটা লুকিয়ে আনকমন জায়গায় রেখেছে, তারা কিছুটা হলেও কম ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছেন। তবে এভাবে কতদিন, ব্যবস্থা না নিলে আরোও বেপরোয়া হয়ে উঠবে ছিচকে চোরের দল।