You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪৮২ | শীতের সময় বিয়ের আয়োজন বেশি হয় কেন ?
শীতকালে বিয়ে নেয়ার কয়েকদিক থেকে লাভ:-
- বউ এর মেক- আপ ঠিকঠাক থাকে, তাই মাথাও ঠান্ডা থাকে। গরম কালে ঘামে গলে যাওয়ার ভয় থাকে।
- বর - বৌ, বরপক্ষ/ কনেপক্ষ এর এত লোকের সমাগম হয় বিয়েতে, তাদের সম্মিলিত ঘামের কী বিদঘুটে গন্ধ হতে পারে গরমে ঘেমে, সেটা চিন্তা করে 😷😷
- শীতকালে নানা ধরনের মজাদার সবজি পাওয়া যায় সাথে সকল সবজির, পেয়াজ, মরিচ সবকিছুর ই দাম কম থাকে। তাই মানুষের খাওয়ানোর খরচ গরম কালের চেয়ে কমে যায় 😎
শীতে কিন্তু বরপক্ষ এসে বেশি করে খেয়ে যাবে। শীতে খাওয়া যায় বেশি। গরমের দিনে বিয়ে হলে খাওয়া-দাওয়ার খরচ টা একটু কম লাগতো।
দারুন উত্তর দিয়েছেন আপু। এত লাভ রেখে কেউ কি আর গরমের দিনে বিয়ে করবে?