আসলেই দিদিভাই, ভীষণ বাস্তবতা তুলে ধরেছেন আপনার লেখায়। যাত্রাপালা এখম তো দেখাই যায় না কোত্থাও! আমার মনে পড়ে যে খুব ছোট বেলায় দশমী পূজোর রাতে আমাদের বাড়িতে যাত্রাপালার আয়োজন হতো! সে অনেক বছর আগের কাহিনী। এছাড়া আর কোথাও যাত্রাপালা দেখার সুযোগ হয় নি। তবে বর্তমানে মঞ্চনাটক গুলোও কিছুটা আকর্ষণ তৈরি করেছে বটে, সেটাও মনে হয় হারিয়ে যাবে পৃষ্ঠপোষকতা এবং আগ্রহের অভাবে। আমরা তো সেই পশ্চিমাতেই আগ্রহী বেশি কি না! নিজেদের এসব ঐতিহ্য নিয়ে কয়জন আর মাথা ঘামাই আমরা.. 😔