হাটাহাটি করা অবশ্যই আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এবং অবশ্যই আমাদের প্রত্যেকেরই প্রতিদিন কিছু সময়ে হাটাহাটি করা উচিত৷ হাটাহাটির পাশাপাশি superwalk এর মাধ্যমে আর্ন করার বিষয় টি বেশ মজার এবং দারুণ! আপনি তো শুধু বিকেল বেলা করেই হেটে বেশ অনেকগুলো পয়েন্ট অর্জন করেছেন দেখছি।
ঠিক বলেছেন আপু হাটা হাটির মাধ্যমে যদি আমরা আর্ন করতে পারি আমাদের সকলের জন্য বেশ মজার বিষয়।