সিঙ্গারা এমন একটা খাবার যেটা গ্যাস্টিক এর রোগী ছাড়া কেউ ই বুঝি না করতে পারে না! আমার অনেক দিন থেকেই গরম গরম ঝাল ঝাল মজাদার সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। কিন্তু এলাকায় তেমন মনমতো সিঙ্গারা পাচ্ছি না। মনে হয় আপনার এই রেসিপি দেখে নিজেই বানাতে হবে নিজের স্বাদ মতো সিঙ্গারা...
নিজের তৈরি করা জিনিসগুলো খেতে বেশ ভালোই লাগবে এবং স্বাস্থ্যসম্মত। আপনিও আপনার পছন্দমত তৈরি করে নিতে পারবেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।