প্রথমে মাসব্যাপী আন্দোলন, তার পর এত বড় বন্যা একদম হুট করে.... দেশের অনেক বড় একটি অংশের আক্ষরিক অর্থেই সব শেষ হয়ে গিয়েছে এর মাঝে!! অন্তত এই সময়ে কিছুটা কনসিডারেশন রাখা টা ভীষণ জরুরী ছিলো। কতৃপক্ষ যদি তা না করে চাপ দিতে থাকে ফী ক্লিয়ার করার জন্য, এটা আসলেই শোচনীয়।