কি আর বলবো আপু! আমাদের পছন্দের রাস্তার পাশের ১০ টাকা ২০ টাকা বা ৩০ টাকার পানিপুরি বিদেশে যে রীতিমত সুপারশপে এমন রেডিমেড পাওয়া যায় দেখে তো ভীষণ ভাব বেড়ে গেল 😎😎😎 নেহাৎ ভুল দেশে আছে বলে রাস্তার পাশের ভেলপুরি বা পানি পুরিরা পাত্তা পাচ্ছে না 😂 তবে এটা অবশ্যই ঠিক রেডিমেড পানিপুরি পাওয়া যায় বলেই ফুচকা বা পানি পুরি লাভাররা বিদেশে থেকেও হুট হাট এই ফুচকা বা পানিপুরির স্বাদ নিতে পারবে! পানি পুরি লাভারদের জন্য আর কি চাই! 😋😋