বাবা মা কে নিয়ে কফি হাউজে গিয়ে কফি আর চিকেন খেয়েছেন। এছাড়াও একদিনে তিনটি জায়গায় গিয়েছেন যেহেতু, তাহলে দিনটি নিশ্চয়ই বেশ ভালো কেটেছে দিদির। আর কলেজ স্ট্রীট এর কফি হাউজের কথা এত শুনেছি যে মনের মধ্যে একটা ছবি তৈরি হয়ে আছে। এখন যখন শুনি যে পরিবেশ আগের মতোন নেই, খারাপ হয়ে গিয়েছে, তখন মন খারাপই লাগে।