একে তো মাছে ভাতে বাঙালি আমরা! তারউপর জাতীয় মাছ ইলিশ! এভাবে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ পাতে থাকলে সেবেলার খাওয়া যে জম্পেশ হবে, তা তো যে কেউই বলে দিতে পারবে! পাচফোড়নের পর এতগুলো কাচামরিচ দেখে বোঝা যাচ্ছে ঝাল ঝাল করেই রান্নাটা করেছো! উফ! জিভে জল চলে এলো! 🫢😋
ঠিক বলেছো ঝাল ঝাল করেই করেছি রান্না।