You are viewing a single comment's thread from:
RE: ট্রাভেলিং || উদ্দেশ্য মায়াপুর ভ্রমণ (পর্ব -০৪)
প্রতিদিনই বোধ হয় অনেকেই মায়াপুর এর জন্য রওনা করে। ছবিতে ভালোই ভীড় মনে হচ্ছে। আর নদীর ভ্রমণ আমার ভীষণ পছন্দের। মাঝ নদী থেকেই উদ্দেশ্য দেখা যাচ্ছে, এমন মূহুর্তে নিশ্চিয় ই ভালোই লেগেছে আপনার। আর আপনার বান্ধবী আপনাকে ভালো পরামর্শই দিয়েছে দাদা। নইলে নদীর জলে একবার হাত ফসকে মোবাইলটা পরে গেলেই ভবলীলা সাঙ্গ!!
দিদি , মোবাইল হাত থেকে নদীতে পড়ে গেলে হয়তো আমাকেই নদীতে ঝাঁপ দিতে হতো মোবাইল খোঁজ করতে ! এখন মোবাইল জিনিসটা এত ইম্পরট্যান্ট হয়ে পড়েছে, সব সময় সাবধান থাকা উচিত আমাদের এই মোবাইলের ব্যাপারে।