যদিও আমি ওয়েব সিরিজটি দেখি নি। তবে এটার ট্রেইলার এবং ছোট ছোট কিছু ক্লিপস দেখেছিলাম। মানুষকে সামাজিক জীব বলা হয়, কারণ মানুষ তার আশেপাশের পরিবেশ দ্বারা ভীষণ ভাবে প্রভাবিত হয়। আর কাছের মানুষের কথার প্রভাব আসলেই অনেক বেশি পড়ে মানুষের মনে। কথা দিয়েই বন্ধু হওয়া যায়, আবাত কথার মাধ্যমেই শত্রু হওয়া যায়! যারা সবসময় আশেপাশের মানুষের নেগেটিভ কথা শুনে যায় চুপচাপ, তারা আখেরে নিজের ক্ষতিই করে, যেমনটি এই সিরিজের নায়িকা যথারীতি ভয়াবহ ডিপ্রেশন এ চলে গিয়েছিলো। মানুষের আসলেই যে কোন কথা বলার আগে ভেবে চিনতে বলা উচিত এবং সক্লকেই যথাযথ সম্মান দিয়ে কথা বলা উচিত। সকলের সামনে অন্য কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না।
আমিও ক্লিপ গুলো দেখেই এরপর পুরোটা দেখলাম।