হাহাহা! আপনার তো ভাগ্য ভালো ছিলো। অন্য আপু এসে হেল্প করেছিলো! ম্যাডামের হাতে ধরা খেলে কাজই ছিলো!! আসলেই আপু, চুরি করতে বেশ সাহসের প্রয়োজন হয়। আমি নিজেও পরীক্ষার হলে কখনো চুরি করতে পারেনি। প্রচন্ড নার্ভাস হয়ে যেতাম আপনার মতই। আপনার আর আমার এদিকে মিল আছে দেখে ভালো লাগলো। জীবনে কিছু কিছু ক্ষেত্রে এত বেশি সাহস না থাকাই বোধহয় ভালো। শুভকামনা রইল আপু।
ধরা পরলে তো সাথে সাথেই এক্সপেল করে দিতো ।