যার যেটা নিষেধ, তার বোধ হয় সেদিকেই আগ্রহ থাকে বেশী। 😥😥 ডায়াবেটিস এর রূগীদের যেমন মিষ্টির প্রতি লোভ থাকে বেশী। মিষ্টিতে ক্ষতি জেনেও বারবার লোভে পড়ে অনেকেই মিষ্টি থেকে দূরে থাকতে পারে না। আপনার অবস্থাও তো দেখি তার থেকে কম কিছু না। একবার ঠান্ডা লেগে গেলে তো সহজে ছাড়েও না বোধ হয়। তারপরেও আইস্ক্রিম এর উপরই টানটা বেশি.... আপু, নিজেকে কন্ট্রোল করেন। গাঁয়ে না লাগিয়ে আমরা আসলে আমাদের শরীরকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাই বাধ্য করি। যেটা একদমই ঠিক না।