নুডুলস এর তুলনায় স্পাগেটি একটু মোটা। আমিও বাসায় দুই বার স্পাগেটি রান্না করেছিলাম। আমার কাছে মনে হয়েছে নুডুলস এর তুলনায় স্পাগেটি একটি হোলসাম খাবার। তোমার স্পাগেটি রান্নাও বেশ লোভনীয় হয়েছে দিদিভাই। বিদেশে স্পাগেটি রান্নায় অরিগানো পাউডার দেয় কিছুটা, ওটা দিলে স্বাদ আরো বেড়ে যায়।
অরিগানো আমার বাসায় ছিলো কিন্তু দিতে ভুলে গেছি।😁যাক এর পরের বার দিবো।সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ মনা।❤️