আসলেই দিদিভাই, কত শত জিনিসের যে আচার হয় তার লিস্ট করলে মনে হয় না যে সে লিস্ট শেষ হবে! এক তেঁতুল এরই যে কত রকমের আচার বানানো যায়! তবে খেজুরের আচার আইটেমটা কিন্তু আমার জন্যও নতুন! তোমার পোস্ট দেখেই জানলাম। তবে আমার তো বরাবরই এমন বাইরের আচারের প্রতি লোভ কম! তাই লোভ লাগে নাই বেশি 🙄🙄 বাড়িতে বানানো আচার ই ভালো বাবা-- নিজের পছন্দমত টক ঝাল মিষ্টি যেভাবে ইচ্ছা বানিয়ে খাও!