হোস্টেল লাইফের স্বাদ আসলেই ভিন্ন। কখনো কখনো যেমন খুবই ভালোবাসায় ভরা, আবার কখনো কখনো যেন ভীষণ বিরক্তিকর ও লাগে। তবে সব মিলিয়েই এই হোস্টেল লাইফ টা অন্যরকম অনুভূতির সমাহার। আর যেহেতু তুমি সকলের ছোট, তাই তোমার আদর টা অনেক বেশি। বেশ ভালো লাগলো তোমার পোস্ট টি পড়ে। আরোও বেশি ভালো লাগলো দারুণ মাটির প্লেটে সাজানো খাবারগুলো দেখে। মাটির প্লেট আমার বরাবর ই ভীষণ ভালো লাগে।