ছোটবেলা থেকে নতুন বই এর মাতাল করা ঘ্রাণ আমিও নেই, এমনকি এখনো সুযোগ পেলে! আর আমি ও একদম একমত, বই হাতে নিয়ে পড়ার আবেদন ই আলাদা। এমনকি, মাঝে মাঝে নিজের পছন্দের বই টি হাতে নিয়ে নাড়াচাড়া করতেও আলাদা আনন্দ কাজ করে আমার! অডিও বুক ও শোনা হয়, তবে ফিজিকাল বই পড়ার আবেদন আসলেই আলাদা।
ঠিক বলেছেন আপু, ধন্যবাদ।