You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ২৭৯ || শীতকালে যারা প্রতিদিন গোসল করে না তাদেরকে কি বলা যেতে পারে!?
শীতকালে যারা প্রতিদিন গোসল করে না তাদেরকে কি বলা যেতে পারে!?
প্রথমতো, তারা বুদ্ধিমান/বুদ্ধিমতী! তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে জানে! তাই অযথা শীতকালে প্রতিদিন গোসল করে না... জল বাঁচায়,সাবান শ্যাম্পু বাঁচায়! শরীরের টেম্পারেচার মাইনাস হতে বাঁচায়, তাই তারা মিতব্যয়ী ও! আবার তারা বিপ্লবী এবং সাহসীও বটে! বাসার বাকিদের তীব্র সমালোচনার পরেও তারা তাদের নিজস্ব সিদ্ধান্তে অটল থাকে! এদের মধ্যে অনেকেই (কিংবা বেশিরভাগই) গন্ডারও বটে, কারণ তারা নিজেদের শরীরের উৎকো- বোটকা ঘামের গন্ধ টের পায় না! বাকিরা যারা টের পায়, তাদের কাছে ওরা আমাদের আঞ্চলিক ভাষায় গ্যাদর (নোংরা) নামে পরিচিত!