|| কবিতা আবৃত্তি - পতাকা || লেখক- কবীর সুমন ||
|| আজ ০৯ ডিসেম্বর , ২০২৪ || রোজ: সোমবার ||
হ্যাল্লো বন্ধুরা
নাম:- পতাকা
মূল লেখা, :- কবীর সুমন
কন্ঠে :- তিথী রানী
ইউটিউব চ্যানেল :- https://youtube.com/@Ranishaheba?feature=shared
কবিতার লাইন
কোন্ পতাকায় লাথি দেয় কেউ
কোন্ পতাকায় ফুল
আমার প্রেমের পতাকা তোমার
এলোমেলো হওয়া চুল
পতাকায় নয় কিছুই শুরু
পতাকায় নয় শেষ
আমিই ভারতবর্ষ প্রিয়া
আমিই বাংলাদেশ
কারা করে কার অপমান প্রিয়া
কতগুলো উজবুক
আদরে আদরে এঁকে দেবো চলো
সবার দেশের মুখ
ভুলে যাই কেন একজন ক্রুশে
ঝুলেছেন একা একা
সকলের হয়ে, চলো প্রিয়তমা
যদি পাই তাঁর দেখা
তিনি বলবেন এসো হাত ধরো
শত্রুতা ভুলে যাও
পতাকার চেয়ে ভালবাসা বড়
প্রেমের গানটা গাও।
ভারত - বাংলাদেশ দুই প্রতিবেশি দেশ। এদের মাঝে সম্প্রীতি, ভাতৃত্ববোধ বজায় থাকুক এটিই আমাদের কাম্য। দুই দেশের সম্পর্কে শান্তি ফিরে আসুক।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
কবির সুমন কে আমি এতদিন শুধু গায়ক হিসেবে জানতাম। তবে উনি তো দারুণ কবিতা লেখেন। আহ কবিতা টা অসাধারণ। এবং চমৎকার আবৃত্তি করেছেন আপু। খুবই ভালো লাগল। এককথায় অসাধারণ ছিল আপু আপনার আবৃত্তি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমিও ও তেমন ই জানতাম। তবে উনার ফেসবুকে এই লেখাটি পাই। পেয়েই আবৃত্তি করার ইচ্ছে টা দমন করতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য পড়ে বেশ উৎসাহ পেলাম। অনেক দিন পর আবৃত্তি করলাম তো...
অসাধারন কবিতা। সেই সাথে অসাধারন আপনার আবৃত্তি। অনেক দিন পর পর আপনার আবৃত্তি শুনে বেশ ভালো। বেশ সুন্দর আবৃত্তি করেছেন আপু।
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সুন্দর উৎসাহমূলক মন্তব্য পেয়ে ভীষণ খুশি হলাম 😍