আর্ট পোষ্ট :- বনের মাঝে বৃষ্টির দৃশ্য
|| আজ ২৫ জুলাই ২০২৪। রোজ: বৃহস্পতিবার ||
হ্যাল্লো বন্ধুরা
উপকরণ
- আর্ট পেপার
- পোষ্টার রঙ
- তুলি
প্রস্তুত প্রক্রিয়া :-
এবারে আচ্ছা মতোন বৃষ্টির ফোঁটা এঁকে নিয়েছি৷ বৃষ্টির ফোটা পরায় জলের মাঝেও কিছুটা তরঙ্গ তৈরি হয়, তাই জলেও কিছুটা সেই ইফেক্ট দেয়ার চেষ্টা করেছি। সবশেষ করে সবার নিচে নিজের নাম টি সাইন করে দিলাম।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের আয়োজন। আশা করি খুব দ্রুত অন্য কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন সেই শুভকামনা রইলো।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর একটা চিত্র অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি বনের মাঝে বৃষ্টি পড়ার মুহূর্ত অঙ্কন করার চেষ্টা করেছেন যা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার এমন দারুণ উৎসাহ মূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
বেশ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই আর্ট। আশা করব এভাবে আবারও আমাদের মাঝে সুন্দর সুন্দর আর্ট নিয়ে উপস্থিত হবেন এবং আগের মত সম্পূর্ণ কাজে ফিরে আসবেন সবাই।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। চেষ্টা করে যাচ্ছি নিজেকে স্বাভাবিক রাখার। দোয়া করবেন।
অনেক সুন্দর হয়েছে আপু আপনার আজকের একটা চিত্র তৈরি করা। বেশ দারুণভাবে আপনি চিত্রটা অঙ্কন করেছেন। আমার সুন্দর সুন্দর চিত্রগুলো যেন অন্যরকম অনুভূতি থেকে সৃষ্টি। বেশি প্রাকৃতিক পরিবেশের মনোভাব মনের মধ্যে রেখেই ছবিটা অংকন করেছেন। খুবই ভালো লাগলো আমার।
অসংখ্য ধন্যবাদ আপু। চেষ্টা করেছি প্রকৃতির খুব সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তোলার জন্য।
আপনার আর্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ আমি সবসময় আপনার সুন্দর সুন্দর আর্ট দেখার চেষ্টা করি৷ আজকেও খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এর মাধ্যমে আপনার আর্ট করার দক্ষতাকে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে খুব সুন্দর কিছু ডিজাইন এবং রঙের সংমিশ্রণ দিয়েছেন৷
চেষ্টা করেছি ভাই। আপনার ভালো লেগেছে, এটাই অনেক। ধন্যবাদ দারুণ মন্তব্য করে পাশে থাকার জন্য।