পেন্সিল আর্ট পোষ্ট : বৃত্তের ভেতরে দৃশ্য
হ্যাল্লো বন্ধুরা
উপকরণ
- কাগজ
- পেন্সিল
- পেন্সিল-কম্পাস
- টিস্যু পেপার
ধাপ-১
প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিবো। এরপর এর মধ্যে একটি চাঁদ এবং পাল-তোলা নৌকা এঁকে নিবো।
ধাপ-২
এবারে নৌকা এবং নৌকার পাল ব্লাক পেন্সিলের সাহায্যে ভরাট করে নিবো। চাঁদের পাশের এবং আকাশে কিছু মেঘ দিয়ে দিব। এবং নদীতে পালতোলা নৌকার প্রতিচ্ছবির ঢেউ এর মতোন এঁকে নিবো।
ধাপ-৩
এবারে ধীরে ধীরে আকাশের মেঘ, নদীতে প্রতিচ্ছবির অংশগুলো একটি টিস্যু পেপার এর সাহায্য নিয়ে ব্লেন্ড করে নিবো। একইভাবে চাঁদের আলোর প্রতিচ্ছবিও এঁকে টিস্যুর সাহায্যে ব্লেন্ড করে নিবো। সবার শেষে আকাশে কিছু পাখি এঁকে নিবো এবং নিজের নাম সাইন করে আমার অংকনটি সম্পন্ন করবো।
ফাইনাল লুক
কেন জানি না, শুধুমাত্র পেন্সিল দিয়ে কোন দৃশ্য ফুটিয়ে তোলাটা আমার কাছে বেশ কঠিন বলে মনে হয়। তাই আজ চেষ্টা করেছি সহজ একটি দৃশ্য একেঁ সেই ভয়টা কাটাতে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
পেন্সিল দিয়ে আর্ট করলে কিন্তু অনেক সুন্দর হয়। আমার কাছে তো পেন্সিল আর্ট গুলো খুব ভালো লাগে দেখতে। বিশেষ করে বৃত্তের ভেতরে বিভিন্ন রকম দৃশ্যের আর্ট করলে তা অনেক সুন্দর হয়। পুরোটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখতেও ভালো লাগছে। আপনার হাতের আর্ট কিন্তু সত্যি অনেক সুন্দর।
পেন্সিল আর্ট গুলো দেখতে আসলেই বেশ সুন্দর লাগে। তাইই বাকিদের থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজেও করার চেষ্টা করলাম ভাই।
অনেক সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন। এরকম পেন্সিল আর্ট গুলো করতে এবং দেখতে আমার খুবই ভালো লাগে। আপনার আর্ট টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আমারো এমন পেন্সিল আর্ট গুলো দেখতে আসলেই ভীষণ ভালো লাগে। তাইই এবার নিজের চেষ্টা করা...
আপু আপনার বৃত্তের ভিতর খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন। এই ধরনের পেন্সিল আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। পালতোলা নৌকার অংকন টি খুব ভালোই লাগছে আপু।সুন্দর এই আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।শুভ কামনা রইলো আপু।
আপনার শুভকামনার জন্য ধন্যবাদ আপুন 😍।
বাহ আপনি তো অনেক সুন্দর করে বৃত্তের ভেতরে দৃশ্য আর্ট করেছেন। পেন্সিল দিয়ে কিছু আর্ট করলে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। যদিও এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় লাগে। এবং বৃত্তের ভিতরে নৌকাটি আর্ট করার কারণে দেখতে অনেক ভালো লাগতেছে। এবং অনেক সুন্দর করে বৃত্তের ভেতরে দৃশ্য ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ জামাল ভাই। প্রথম প্রথম তো, তাই একটু সহজ কিছুই চেষ্টা করলাম।
খুবই দক্ষতার সাথে বৃত্তের ভিতর এত সুন্দর একটি চিত্র অংকন করেছেন। সত্যিই চিত্রটি দেখে অনেক ভালো লাগলো।ধাপে ধাপে শেয়ার করেছেন সুন্দরভাবে।
দক্ষতা তেমন একটা নাই ভাই। আমি কেবল অন্যদের দেখে অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেছি মাত্র। আপনার ভালো লেগেছে, জেনে খুশী হলাম।
ছোট্ট একটি বৃত্ত ভাবে কেন্দ্র করে অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।
নদী নৌকা সূর্য পাখি এক কথায় অসাধারণ।
চিত্র ছোট হতে পারে কিন্তু ভালোভাবে এর দিকে তাকালে বিশাল জলরাশির সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে।
ডাবগুলো অনেক সুন্দর হবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপু চেষ্টা করতে থাকেন দেখবেন আবারও আগের মতো আর্ট করতে পারবেন আর দেখতেও খুব সুন্দর লাগবে। তবে আজকের পেন্সিল আর্ট কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার কাছেও পেন্সিল আর্ট করতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
জি আপু। চেষ্টা করে যাবো এখন থেকে এমন পেন্সিল আর্ট গুলো মাঝে মাঝে করার।উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ আপু। 😍
খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন। আসলে বৃত্তের ভিতরে এত সুন্দর একটি চিত্র অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
দক্ষতা তেমন নাই ভাই, চেষ্টা করেছি মাত্র।
পেন্সিল দিয়ে আর্ট করলে তা একদম অসাধারণ দেখা যায়৷ আজকে আপনি সেরকমই একটি আর্ট তৈরি করে ফেলেছেন৷ পেন্সিল দিয়ে খুবই সুন্দর ভাবে এই আর্ট তৈরি করে ফেলেছেন। এই আর্টটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন৷ কারণ বৃত্তের মধ্যে এরকম আর্টগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় এবং অনেক প্রতিভার প্রয়োজন হয়।
কষ্ট তো হয় ই। তবে প্রতিভার চেয়েও চেষ্টা টা জরুরি। আমারো তো প্রতিভা নাই ভাই, চেষ্টা করেছি মাত্র.।
পেন্সিল দিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে বৃত্তের ভেতরে দৃশ্য আর্ট করেছেন। তবে আপনার বৃত্তির ভিতরে দৃশ্য আট অসাধারণ হয়েছে। বিশেষ করে নৌকা খুব সুন্দর করে আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে বৃত্তের ভেতরে দৃশ্য আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পেন্সিল দিয়ে বৃত্তের ভিতর দৃশ্য আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রথমে ভয় পাচ্ছিলাম। তাই সহজ কিছু দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। তবে সম্পন্ন করার পরে আমার কাছেও ভালোই লেগেছে। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্ট করার জন্য।