সলিমুল্লাহ রোডের হাবিবি মিঠাই

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবার সহ বেশ ভালো আছি। সকলের সুস্থতা কামনা করেই আমি আমার আজকের নতুন পোস্ট শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকবেন।

IMG20240829100741.jpg


মিষ্টি প্রিয় মানুষ দের বোধ হয় মাঝে মাঝেই মিষ্টির ক্রেভিং উঠে। যারা খুব একটা মিষ্টি পছন্দ করেন না, বেশ ভালো মানের মিষ্টি পেলে তারাও খেতে ছাড়েন না! আজ এমন ই একটি মিষ্টির দোকানের খোঁজ আপনাদের সাথে শেয়ার করবো। ঢাকার মোহাম্মদপুর এমনিতেই নানা ধরনের ফাস্টফুড, স্ট্রিট ফুড এবং মোমোর জন্য বেশ খ্যাত! মোহাম্মদপুর এ ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায় ই অনেক গুলো মজার মজার খাবারের দোকান রয়েছে। তারমধ্যে সলিমুল্লাহ রোড স্ট্রিট ফুড এর জন্য একটু বেশিই বিখ্যাত। সেই সলিমুল্লাহ রোডেই ছোট-খাটো একটি মিষ্টির দোকান- Habibi Mithai.



IMG20240829100453.jpg


মূলত সোশ্যাল মিডিয়ায় একজনের পোস্টের মাধ্যমে এই দোকানটি সম্পর্কে জানি আমি। সেই পোস্টের কমেন্টেও বেশ অনেকের ভালো ভালো রিভিউ দেখে ঠিক করি যে আমিও গিয়ে টেস্ট করবো ওদের মিষ্টি। এমনিতে খুব একটা মিষ্টি খাওয়া হয় না আমার। তারউপর বেশিরভাগ দোকানেরই মিষ্টির দামের সাথে স্বাদের আকাশ-পাতাল তফাৎ! মিষ্টি খেয়ে উলটো মুখ নষ্ট হয়ে যায় বেশির ভাগ সময়। তাই তেমন পাত্তা দিচ্ছিলাম না। তবে কদিন থেকেই মিষ্টির বেশ ক্রেভিং হচ্ছিলো। তখনই সেই পোস্ট চোখে পড়ায় সিদ্ধান্ত নেই, একবার ট্রায় করেই দেখি।

IMG20240829100643.jpg


IMG20240829100519.jpg



দোকানটি বেশ বড় বলবো না। তবে বসার কিছু ব্যবস্থা রয়েছে। মূলত দোকানে নানা রকমের দই-মিষ্টি, ড্রিংস- শরবত রয়েছে, সাথে রয়েছে দই বড়া, দই চিড়া এবং মোমোর ব্যবস্থাও। দোকানে গিয়ে মনে পড়লো যে বেশ আগে একবার ওদের দই-চিড়া আর মিষ্টি খেয়েছিলাম, কিন্তু সেবার দোকানের নামটা খেয়াল করি নি! আমি অবশ্য ওদের মিষ্টির পসরা দেখে কিছুটা কনফিউজড ছিলাম,কোনটা নিবো। পরে একটা কাপদই এবং মালাই চপ -মিষ্টি প্যাকেট করে নেই। বাসায় এসে খেয়ে ওদের দুটো আইটেম এর উপর ই ফিদা হয়ে গিয়েছি। প্লাস্টিকের কাপ দই গুলো সাধারণত এত মজার হয় না। তবে ওদেরটা বেশ মজার! আবার মালাই চপ টাও দারুণ খেতে! মিষ্টি খেয়েই মনে হচ্ছিলো, একদম ফ্রেশ মিষ্টি, সাথে স্বাদেও ১০০/১০০!! এরপর গেলে ওদের বাদাম বরফি আর ডিম বরফি টাও ট্রায় করবো ভাবছি।

IMG20240829155219.jpg

IMG20240829103231.jpg

IMG20240829100844.jpg

IMG20240829100512.jpg


আর কথা বাড়াচ্ছি না। তবে যাদের সুযোগ আছে, একবার এদের মিষ্টি ট্রায় করবেন, আশা করবো ভালো লাগবে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু যারা মিষ্টি পছন্দ করে না তাদের সামনে ভালো ভালো মিষ্টি দিলে আর প্লেটে থাকে না। আমার মিষ্টি খুব একটা পছন্দ না তবে মাঝে মাঝে খেতে ভীষণ ভালো লাগে। তবে মিষ্টি খেয়ে বেশ ভালো লেগেছে আপনার এটা জেনে ভালো লাগলো। অনেক দোকানে এমন আছে, মিষ্টি দেখতে সুন্দর কিন্তু খেতে ভালো লাগে না। খুবই ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।

 12 days ago 

এখনকার বেশিরভাগ দোকানের মিষ্টিই দেখতেই সুন্দর শুধু, খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। তবে এদের টা বেশ ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করা।

 12 days ago 

আসলে দিদি মিষ্টি যদি ভালো না হয় তাহলে খেয়ে মজা নেই। তবে আপনি এখানে যে মিষ্টির দোকানের মিষ্টি গুলো তুলে ধরেছেন সেগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি ফ্রেশ। আপনি যেহেতু ১০০ তে ১০০ দিয়েছেন তার মানে খেতে নিশ্চয়ই ভালো হয়েছে। তাছাড়া দোকানটা ছোট হলেও সুন্দরভাবে গুছানো এবং পরিপাটি দেখছি।

 9 days ago 

হ্যা ভাই। ছোট হলেও বেশ গোছানো ছিলো। আর মিষ্টি গুলোও বেশ ভালো মানের ছিল।

 12 days ago 

মিষ্টি দেখলেই খেতে ইচ্ছে করে কিন্তু আমি একটি দুটি মিষ্টির বেশি খেতেই পারিনা।আপনার মিষ্টির ফটোগ্রাফিগুলি খুবই লোভনীয় ছিল।তাছাড়া আপনি দুই প্রকার মিষ্টি কিনেছিলেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 9 days ago 

আমারো একই অবস্থা। ১-২ টো পর্যন্তই!

"Hello @tithyrani! 🌸💕 Congratulations on sharing your profile with us! 😊 I'm so glad to see another wonderful soul joining the Steemit family. Your interests in traveling, gardening, listening to music, reading books, and writing poetry resonate deeply with me. 💖 It's truly inspiring to know that you're committed to learning and self-improvement every day. 📚💡 As a community, we thrive on interactions and connections. I'd love to hear more about your experiences, thoughts, and creativity! Please feel free to share your stories, photos, or art with us. We're here to listen, learn, and grow together. 💬🌈 And as a special request, please take a moment to vote for our beloved witness @xpilar.witness by visiting https://steemitwallet.com/~witnesses. Your support will help us continue to nurture the growth and success of this incredible community. 🙏💖 Thank you for being part of the Steem family! 😊🌸"

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58702.17
ETH 2301.76
USDT 1.00
SBD 2.46