নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ির ভিডিওগ্রাফি || পর্ব-১
|| আজ ২৬ জানুয়ারি, ২০২৫ || রোজ: রবিবার||
হ্যাল্লো বন্ধুরা
ইউটিউব চ্যানেল :- https://youtube.com/@Ranishaheba?feature=shared
ভিডিওগ্রাফির লিংক
https://youtube.com/shorts/98QNZA-bpEc?si=5-zpOK37PAcm3Ruv
আমার আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো।সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু।সকলের মতামত আমার ভবিষ্যতে পথচলায় সহায়তা করবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের পোষ্ট এখানেই শেষ করছি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই ভিডিওটা দেখে। ভিডিওর পাশাপাশি আপনার চ্যানেলটাও দেখতে পারলাম। বেশ অনেকগুলো ভিডিও শেয়ার করেছেন। ভালো লাগলো সব দেখে
আজকের পোষ্ট এর পাশাপাশি আমার চ্যানেল টিও ঘুরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন প্লিজ।
নাটোরের রাজবাড়ির ছবি দারুন সুন্দরভাবে ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমি ঐতিহাসিক জায়গা গুলো নিয়ে কাজ করি। তাই এই ধরনের রাজবাড়ী গুলির প্রতি আমার আলাদা আগ্রহ আছে। নাটোরের রানী ভবানীর কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। জানিনা এই রাজবাড়ীটি ওনার কিনা। তবে ইংরেজ আমলে রানী ভবানীর প্রতাপ সর্বজনবিজিত ছিল। তাছাড়া নাটোর মানেই মনে আসে জীবনানন্দ দাশের কথা। তার বনলতা সেন আজও মানুষের মুখে মুখে ফেরে।
এই রাজপ্রাসাদ যিনি বানিয়েছিলেন, তিনি রানী ভবানীর একজন নায়েব ছিলেন। রানী ভবানী উনাকে এই জায়গাটা উপহার দিয়েছিলেন। তারপর থেকেই তাদের আলাদা কিছু অংশ জামিদারি শুরু হয়। সেটা ভিডিওতেও উল্লেখ করেছিলাম দাদা।
অনেকদিন পরে আপনার এই পোষ্টের মাধ্যমে নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ির সুন্দর দৃশ্যটি দেখতে পেরে সত্যি আমি অত্যন্ত আনন্দিত। অনেক সুন্দর একটি রাজবাড়ী এটা। এই রাজবাড়ীর কালার করাটা সত্যি অসাধারণ। খুবই ভালো লাগলো আজকে আপনার এই ভিডিওগ্রাফিটি দেখে।
ধন্যবাদ ভাই।
নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ির ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো আপু। রাজবাড়ির সৌন্দর্য বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারলাম ভিডিওগ্রাফির মাধ্যমে। দিঘাপাতিয়া রাজবাড়িটা খুবই সুন্দর। বেশ দুর্দান্ত ভিডিওগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আপু।
দুঃখিত ভাইয়া। আমি এই পর্বে তো রাজবাড়ি দেখাই নি। পোস্ট টি ভালো করে পড়লে বা ভিডিওটি দেখলে বুঝতে পারতেন।
আমি ভিডিওগ্রাফি টি দেখেছি আপু। আপনি উত্তরা গণভবন এবং তার আশেপাশের কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্রাফি দিয়েছে। যেটাকে আমি রাজবাড়ি বলেছি আপু। আমি মনে করেছি উত্তরা গণভবন রাজ বাড়ির একটি অংশ।
জি ভাইয়া। দিঘাপাতিয়া রাজবাড়িই বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। দুটো একই কথা। কিন্তু আপনি রাজবাড়ি অনেক সুন্দর বললেন তো তাই রাজবাড়ির কথাই মনে করেছি আমি। ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো তবে। কিছু মনে করবেন না।
না আপু, মনে কিছু করি নাই। ধন্যবাদ আপনাকে আপু।
নাটোর নামটা শুনলেই মনে চলে আসে বনলতা সেনের কথা। নাটোর গিয়েছিলাম ছোটবেলা একবার। তবে এই দীঘাপতির রাজবাড়ী যাওয়া হয়নি। দারুণ লাগল ভিডিওগ্রাফি টা আপু। খুবই সুন্দর করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার মন্তব্য পেয়ে বেশ উৎসাহ পেলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ির চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার মাধ্যমে এতো সুন্দর একটি রাজবাড়ী দেখার সুযোগ হলো। আপনি অনেক সুন্দর করে ভিডিওটি ক্যাপচার করেছেন দেখেই মন ভরে গেল।এই ভিডিওটি দেখে তো সেখানে যেতে ইচ্ছে করছে দিদি। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।
কিন্তু এই পর্বে আমি তো মেইন রাজবাড়ি দেখাই ই নি ভাই! রাজবাড়ির বাগানের এবং পথের কিছু অংশ দেখিয়েছি মাত্র।