নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ির ভিডিওগ্রাফি || পর্ব-১

in আমার বাংলা ব্লগ10 days ago

|| আজ ২৬ জানুয়ারি, ২০২৫ || রোজ: রবিবার||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবার সহ ভালো আছি। বরাবরের মতো আজ আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ একটি ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে পোস্ট টি । কেমন লাগলো, আপনারা অবশ্য ই আপনাদের মতামত জানাবেন। আজ আর কথা বাড়াবো না। সরাসরি চলে যাই মূল পোস্ট এ....

IMG20250107112131.jpg


নাটোরে ঘুরতে গিয়েছিলাম এবছরের শুরুতেই। তখন নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ি তে ঘুরে এসেছি। আমার কিন্তু টুকটাক ঘোরাঘুরি করা হয় ভালোই। কিন্তু কী জানি কোন অজ্ঞাত কারণে ভ্রমণ পোস্ট খুব কমই করা হয়। মানে ভ্রমণ পোস্ট শেয়ার করা হয় না বললেই চলে। তবে এবারে আশা করছি নাটোরের বেশ কিছু ভ্রমণ বিষয়ক পোস্ট শেয়ার করবো। আজ দিঘাপাতিয়া রাজবাড়ির একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করবো। জীবনের প্রথম ভয়েসওভার দিয়ে বানানো ভিডিও। এত্ত নার্ভাস লাগছিলো আমার। ভিডিওতে রাজবাড়ির বাগানের কিছু অংশ রয়েছে। ওতে এত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছিলো! কিন্তু ওখানে কিছু উন্নয়ন কাজও চলছিলো বলে সেটার বিকট শব্দও ছিলো। মূলত ওই কাজের আওয়াজ এর জন্যই ভয়েসওভার দেয়া। আর যারা কখনো যাননি ওখানে তাদের জন্যও কিছুটা সুবিধা হবে ভিডিওতে কখন কোন অংশ দেখা যাচ্ছে সেটা বলে দিলে। মূলত তাই আমি চেষ্টা করেছি আসল সাউন্ড ও কিছুটা রেখে নিজের মতো করে ভয়েস ওভার দেয়ার। যেহেতু জীবনের প্রথম করা এমন ভিডিও, তাই ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আমি মূলত দুইটি পর্বে ভাগ করেছি এই পুরো রাজবাড়ির ভিডিও। আজকের পর্বে থাকছে রাজবাড়ির মেইন গেইট, ফুলের বাগানের কিছু অংশ, পরিখার কিছু অংশ, পরিখার সাথের বাঁধানো ঘাট এসবের ভিডিও। পরবর্তী পর্বে রাজবাড়ির বাকি অংশ গুলো শেয়ার করবো।

ইউটিউব চ্যানেল :- https://youtube.com/@Ranishaheba?feature=shared

ভিডিওগ্রাফির লিংক


https://youtube.com/shorts/98QNZA-bpEc?si=5-zpOK37PAcm3Ruv



আমার আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো।সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু।সকলের মতামত আমার ভবিষ্যতে পথচলায় সহায়তা করবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের পোষ্ট এখানেই শেষ করছি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

7YHZyBadGPMHF2XKgfZXx3oMrJwWNvgxqAsBdVAuTc61TPYubb3EKwXArUs8px2rcXjNb6iVQVgemgChuhshQrW1xnNaE4v4DdqpusPfNm...9X6SDrWQh8pDcScsqdnYX5iSohmWm87zQMWzH28j9aeBMSyhkhDdnS5zVLDKwKufj7EfLJ6rXwYDQFohzeLJpaKnyM4WDLwpdjZByQqP1JXRpa3YMjAeQqfGd.webp

7YHZyBadGPMHF2XKgfZXx3oMrJwWNvgxqAsBdVAuTc61TPYubb3EKwXArUs8px2rcXjNb6iVQVgemgChuhshQrW1xnNaE4v5bgvhDpCaeJ...yxnnLpLrc8nLiLjYNEPU5LtFSiWWgFgVBwEuxV2hFAQCu6Ui2bcymtCod9xuipybmycXX2VeMxbAUPz1ky4p1aTqaAV5ZzBmgK6DxoDGDzR81cRQXGhHNFVdT.webp

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই ভিডিওটা দেখে। ভিডিওর পাশাপাশি আপনার চ্যানেলটাও দেখতে পারলাম। বেশ অনেকগুলো ভিডিও শেয়ার করেছেন। ভালো লাগলো সব দেখে

 10 days ago 

আজকের পোষ্ট এর পাশাপাশি আমার চ্যানেল টিও ঘুরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন প্লিজ।

 10 days ago 

Screenshot_2025-01-26-21-40-25-80_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

20250126_213312.jpg

Screenshot_2025-01-26-21-32-01-95_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-26-21-31-45-33_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-26-21-31-24-39_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-26-21-31-01-28_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-26-21-29-08-17_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 10 days ago 

নাটোরের রাজবাড়ির ছবি দারুন সুন্দরভাবে ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমি ঐতিহাসিক জায়গা গুলো নিয়ে কাজ করি। তাই এই ধরনের রাজবাড়ী গুলির প্রতি আমার আলাদা আগ্রহ আছে। নাটোরের রানী ভবানীর কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। জানিনা এই রাজবাড়ীটি ওনার কিনা। তবে ইংরেজ আমলে রানী ভবানীর প্রতাপ সর্বজনবিজিত ছিল। তাছাড়া নাটোর মানেই মনে আসে জীবনানন্দ দাশের কথা। তার বনলতা সেন আজও মানুষের মুখে মুখে ফেরে।

 10 days ago 

এই রাজপ্রাসাদ যিনি বানিয়েছিলেন, তিনি রানী ভবানীর একজন নায়েব ছিলেন। রানী ভবানী উনাকে এই জায়গাটা উপহার দিয়েছিলেন। তারপর থেকেই তাদের আলাদা কিছু অংশ জামিদারি শুরু হয়। সেটা ভিডিওতেও উল্লেখ করেছিলাম দাদা।

 9 days ago 

অনেকদিন পরে আপনার এই পোষ্টের মাধ্যমে নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ির সুন্দর দৃশ্যটি দেখতে পেরে সত্যি আমি অত্যন্ত আনন্দিত। অনেক সুন্দর একটি রাজবাড়ী এটা। এই রাজবাড়ীর কালার করাটা সত্যি অসাধারণ। খুবই ভালো লাগলো আজকে আপনার এই ভিডিওগ্রাফিটি দেখে।

 9 days ago 

ধন্যবাদ ভাই।

 9 days ago 

নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ির ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো আপু। রাজবাড়ির সৌন্দর্য বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারলাম ভিডিওগ্রাফির মাধ্যমে। দিঘাপাতিয়া রাজবাড়িটা খুবই সুন্দর। বেশ দুর্দান্ত ভিডিওগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আপু।

 9 days ago 

দুঃখিত ভাইয়া। আমি এই পর্বে তো রাজবাড়ি দেখাই নি। পোস্ট টি ভালো করে পড়লে বা ভিডিওটি দেখলে বুঝতে পারতেন।

 9 days ago 

আমি ভিডিওগ্রাফি টি দেখেছি আপু। আপনি উত্তরা গণভবন এবং তার আশেপাশের কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্রাফি দিয়েছে। যেটাকে আমি রাজবাড়ি বলেছি আপু। আমি মনে করেছি উত্তরা গণভবন রাজ বাড়ির একটি অংশ।

 9 days ago 

জি ভাইয়া। দিঘাপাতিয়া রাজবাড়িই বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। দুটো একই কথা। কিন্তু আপনি রাজবাড়ি অনেক সুন্দর বললেন তো তাই রাজবাড়ির কথাই মনে করেছি আমি। ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো তবে। কিছু মনে করবেন না।

 9 days ago 

না আপু, মনে কিছু করি নাই। ধন্যবাদ আপনাকে আপু।

 8 days ago 

নাটোর নামটা শুনলেই মনে চলে আসে বনলতা সেনের কথা। নাটোর গিয়েছিলাম ছোটবেলা একবার। তবে এই দীঘাপতির রাজবাড়ী যাওয়া হয়নি। দারুণ লাগল ভিডিওগ্রাফি টা আপু। খুবই সুন্দর করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 8 days ago 

আপনার মন্তব্য পেয়ে বেশ উৎসাহ পেলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ির চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার মাধ্যমে এতো সুন্দর একটি রাজবাড়ী দেখার সুযোগ হলো। আপনি অনেক সুন্দর করে ভিডিওটি ক্যাপচার করেছেন দেখেই মন ভরে গেল।এই ভিডিওটি দেখে তো সেখানে যেতে ইচ্ছে করছে দিদি। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

 8 days ago 

কিন্তু এই পর্বে আমি তো মেইন রাজবাড়ি দেখাই ই নি ভাই! রাজবাড়ির বাগানের এবং পথের কিছু অংশ দেখিয়েছি মাত্র।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.22
JST 0.035
BTC 98362.42
ETH 2734.27
SBD 3.52