RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৬
আমার সাথে ঘটে যাওয়া স্কুল লাইফের একটি মজার ঘটনা। আমাদের ক্লাসের হৃদয় খান নামের একটি ছেলে আমাকে প্রপোজ করার জন্য একটি ডাইরি ও গোলাপ নিয়ে একটি টেবিলে রাখে। একজন আমাকে বলে এগুলি একটি ছেলে আমার জন্য এনেছে। ছেলেটি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ছিল। তখন আমি রেগে ছেলেটির সামনে যাওয়া মাত্রই গনিত স্যার ডাক দেই। স্যার তিন দিনের জন্য ট্রেনিং যাবে, তাই প্রাইভেট বন্ধ থাকবে।এই কথাটা আমরা যারা প্রাইভেট পড়ি সবাইকে জানিয়ে দিতে বলেছিল। অপরদিকে হৃদয় খানের হাটু শীতের মত ভয়ে কাঁপতেছিল, সে ভাবছে তার নামে বুঝি স্যারের কাছে নালিশ করছি। তা দেখে আমারও প্রচুর হাসি উঠে গিয়েছিল। হাহাহা। অনেক কষ্টে হাসি থামিয়ে ছেলেটির সামনে গিয়ে বললাম, কিরে তুই কি আমাকে চিনোস। ছেলেটি বলল না। আমি বললাম তর ভাগ্য ভালো তুই আমাকে চিনোস না। তাই ভুল করেছিস। নইলে তোকে জুতা খুলে জুতার বাড়ি দিতাম। তাছাড়া আজকে নতুন মুজা পরে এসেছি। জুতা খুললে মুজায় ময়লা লেগে যাবে। তোকে মেরে আমি আমার মুজা নষ্ট করবোনা। আমি যখন ছেলেটির সামনে এভাবে কথা বলছিলাম। ছেলেটি এমনভাবে কাঁপতেছিল যে, ভেতরে ভেতরে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি করে আমি আমার সাইন্সের রুমে গিয়ে আমার সব বান্ধবীদেরকে নিয়ে অনেক জোরে জোরে হেসেছিলাম। হাহাহা। আজ আবারও মনে পড়ে গেল। হাহাহা। 🤣🤣
হাহাহা।মজা পেলাম।
হা হা হা, দারুন বলেছেন আপু। একেবারে ব্যাপক বিনোদন পাইলাম 😂😂।
ছেলেটির অন্তর খুব ভালোবাসা ছিলো তবে সাহস ছিল না । তাই সে কোন কিছু বলতে পারল না। গল্পটি মজার হলেও ছেলেটির জন্য কষ্ট লাগছে।