You are viewing a single comment's thread from:
RE: " বসন্তের স্নিগ্ধতায় মাহে রমজানের শান্তি "।।
আপু আজকে আপনি দারুন একটি টপিক নিয়ে ব্লগ লিখেছেন। সত্যিই আপনি ঠিক বলেছেন, রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য, সহানুভূতি ও সংযমের। তাছাড়া এবার রমজান টা যে মৌসুমে পড়েছে, ধনী গরিব সকলে মৌসুমী ফল অল্প টাকায় কিনে খেতে পারবে। যা প্রত্যেকটা রোজাদারদের জন্য ভালো হবে। তাছাড়া রমজান মাস হচ্ছে শান্তির মাস এ মাসে শান্তিপূর্ণতা বজায় থাকে। তাছাড়া এ বসন্তের মাসে দুইটি যেন মিলেমিশ একাকার হয়ে যাবে । আশা করি এবার রোজাদারদের রোজা রাখতে কোনরকম কষ্ট হবে না। ইন'শাল্লাহ। সুন্দর একটি ব্লগ লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।