এবিবি ফাস্ট MEME টোকেন $PUSS নিয়ে দেয়ালিকা।
পরম করুনাময় অসীম দয়াল মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এবিবি ফাস্ট MEME টোকেন $PUSS নিয়ে দেয়ালিকা শেয়ার করবো।
আপনারা সবাই জানে যে $PUSS টোকেন হলো আমাদের কমিউনিটির ফাস্ট MEME টোকেন। আমাদের সম্মানিত দাদা আমাদের জন্য এই টোকেন মার্কেটে এনেছেন। আমরা সবাই যথা সম্ভব $PUSS টোকেন ক্রয় করে হোল্ড করেছি। এখন টোকেন হোল্ড করে বসে থাকলে হবে না। এই টোকনটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে। কিভাবে ক্রিপ্টো জগতে $PUSS টোকেন রাজত্ব করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা চাই $PUSS টোকেনের বিষয়ে বিশ্বের প্রতিটা মানুষ জানুক। সবাই $PUSS টোকেন নিয়ে আগ্রহ দেখাক।
পৃথিবীর সবার কাছে টোকেনটি ছড়িয়ে দিতে,আমাদের কিছু কাজ করতে হবে। আর সেটা হলো প্রমোশন। সবাই নিজে নিজ জায়গা থেকে প্রমোশন করতে হবে। প্রমোশনের অনেক গুলো দিক আছে, অনেক ভাবে প্রমোশন করা যায়। আমি আজকে আমাদের কমিউনিটির ফাস্ট টোকেট $PUSS কে নিয়ে একটি দেয়ালিকা তৈরী করেছি। আমি আমার জায়গা থেকে দেওয়ালিকা তৈরী করে $PUSS টোকেন প্রমোশনে অংশগ্রহন করতে চাই। চলুন $PUSS নিয়ে আমার দেওয়ালিকার বিস্তারিত তথ্য শেয়ার করি।
- ছয় প্রকারের রঙিন কাগজ
- ঘাম
- পেন্সিল
- রাভার
- কাঁচি
- মার্কার পেন
দেওয়ালিকা তৈরীর বিস্তারিত ধাপ সমূহ-
প্রথম ধাপ-
প্রথমে আমি একটি সাদা পেপারের মধ্যে পেন্সিল দিয়ে পুশের মাথার অংশটা আর্ট করার চেষ্টা করলাম। মাথার অংশের মধ্যে পুশের কানও অন্তরভুক্ত। মানে প্রাথমিক একটা ধারনা নিলাম।
দ্বিতীয় ধাপ-
এই পর্যায়ে আমি পুশের চোখ, নাক, হাত পা সহ সমস্ত বডি অঙ্কন করলাম। প্রাথমিক ভাবে পুশের চতুর্পাশে বর্ডারটা দিয়ে দিলাম। এখন মোটামুটি ভাবে পুশকে কিছুটা বুঝা যায়। ভিতরে আরো কিছু কাজ করতে হবে।
তৃতীয় ধাপ-
এই পর্যায়ে আমি পুশের বডির মধ্যে কিছু কাজ করলাম। এখানে পুশের চামড়া সহ লেজের মধ্যে একটু ডিজাইন করে দিলাম। এটা আর্ট করতে কিন্তুু অনেকটা সময় লেগেছে। অনেক ঘষা মাজা করার পরে এই রুপ ধারন করেছে।
চতুর্থ ধাপ-
এই পর্যায়ে আমি নীল কালারের কাগজ ভাঁজ করে পেন্সিল দিয়ে আর্ট করে গাছের পাতার আকারে কেটে নিলাম। এখানে আমি তিনটি পাতা কেটে নিলাম। এগুলো দিয়ে ডিজাইন করবো।
পঞ্চম ধাপ-
তারপর আমি রঙিন কাগজ ভাঁজ করে পেন্সিল দিয়ে আর্ট করে কাঁচি দিয়ে কয়েকটি ফুল কেটে নিলাম। প্রত্যেকটা ফুল ভিন্ন ভিন্ন ডিজাইন করার চেষ্টা করেছি।
ষষ্ট ধাপ-
তারপর অন্য একটি কালারের রঙিন পেপার দিয়ে ভিন্ন ডিজাইনের কিছু পাতা কেটে নিলাম। এই পাতা গুলো দেখতে দারুন লাগছে।
সপ্তম ধাপ-
তারপর গোল্ড কালারের পেপার নিয়ে তাতে প্লাস্টিকের বোতলের মুখ দিয়ে মাপ নিয়ে কয়েন আর্ট করে কেটে নিলাম। এগুলো হলো আমার পুশ কয়েন। কয়েন গুলো দেখতে কিন্তুু দারুন লাগছে।
অষ্টম ধাপ-
এবার আমি কস্টেপের বান্ডিল নিয়ে মেপে আমার আর্ট করা পুশের চিত্রটা কেটে নিলাম। গোল কাগজের মধ্যে পুশকে দেখতে দারুন লাগছে।
নবম ধাপ-
এই পর্যায়ে আরো কিছু লাভ কেটে সে গুলোতে বিভিন্ন বাক্য লিখা শুরু করলাম। মার্কার পেন দিয়ে প্রত্যেকটা কাগজের টুকরোর মধ্যে আলাদা আলাদা বাক্য লিখে নিলাম।
দশম ধাপ-
আমি ছোট ছোট অনেক গুলো কাগজের টুকরো বিভিন্ন ডিজাইনে কেটে নিলাম। তারপর একটি কালো পেপার ভিছিয়ে নিলাম। আর কোন ফুল বা কাগজের টুকরো লাগবে কিনা সেটা চেক করে নিলাম। তারপর কেটে রাখা পুশকে আঠা দিয়ে লাগানার চেষ্টা করলাম।
একাদশ তম ধাপ-
এখন আমি দেয়ালিকার জন্য ব্লাক কালারের একটি পেপার নিলাম। সেই পেপারের মাঝখানে কেটে রাখা পুশের চিত্রটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আর দুই কোণায় পুশ লেখা দুটি ফুল লাগিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা কাজগের টুকরো লাগিয়ে নিলাম। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই লাগিয়েছি। এভাবে আমার দেওয়ালিকাটা সম্পূর্ণ হয়ে গেলো।
উপস্থাপনা-
বন্ধুরা এই হলো আমার আজকের এবিবি ফাস্ট MEME টোকেন $PUSS নিয়ে দেয়ালিকা।। আশা করি দেওয়ালিকাটা সবার কাছেই ভালো লাগবে। অনেকটা সময় নিয়ে দেওয়ালিকাটা তৈরী করেছি। যায়হোক এখন বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রেডমি নোট-৮ |
শিরোনাম | এবিবি ফাস্ট MEME টোকেন $PUSS নিয়ে দেয়ালিকা। |
স্থান | নিজবাসা, শিবুমার্কেট, নারায়নগঞ্জ, ঢাকা,বাংলাদেশ। |
তারিখ | ১০-০৯-২০২৪ |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @titash |
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
Puss কয়েন কে নিয়ে খুব সুন্দর একটি দেওয়ালিকা তৈরি করেছেন আপু। এই puss কয়েন নিয়ে সবকিছু আপনি আপনার দেয়ালিকায় তুলে ধরেছেন দেখে বেশ ভালো লাগলো। খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই দেয়ালিকা টা। ভিন্ন ধরনের কিছু দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
প্রিয় কয়েনের প্রতি আপনার এত বেশি ভালোবাসা দেখে সত্যি অবাক হলাম। বেশি দারুণভাবে আপনি একটা ডাই পোস্ট তৈরি করে দেখিয়েছেন। খুব সুন্দর হয়েছে পুষ এর অলমেটটা। এত সুন্দর একটি পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুস কয়েনের প্রতি আমাদের সবার ভালোবাসা অনেক বেশি। আর এই ভালোবাসাটাকেই আপনি তুলে ধরেছেন এই পোষ্টের মধ্যে এটা দেখে অনেক ভালো লাগলো। অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আপনার এই হাতের কাজটা। আপনি এটার মধ্যে সবকিছুকে অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। এই বিষয়টা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এটা কে আপনি তৈরি করার শেষে দেয়ালে লাগিয়েছেন দেখে আরো বেশি ভালো লাগলো।
$PUSS নিয়ে দেয়ালিকা তৈরি করেছেন দেখে সত্যি ভালো লাগলো। আপনার আইডিয়া আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। অনেক সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আর দেখতেও অনেক ভালো লাগছে। দেয়ালে টাঙিয়ে রাখার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে।
প্রিয়$PUSS টোকেন নিয়ে আমাদের ভাবনার কোন শেষ নেই। আমরা এখন প্রতিমুহূর্তে প্রিয় $PUSS টোকেন নিয়ে স্বপ্ন দেখি। আপনার এবিবি ফাস্ট MEME টোকেন $PUSS নিয়ে দেয়ালিকা দেখে খুব ভালো লাগলো। বেশ সুন্দর লাগছে এবিবি ফাস্ট MEME টোকেন $PUSS নিয়ে দেয়ালিকা। ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
এটা বেশ সুন্দর ছিল। এবং এখানে একটা নতুনত্ব ছিল। এর আগে কেউ কোন ক্রিপ্টো কয়েন নিয়ে দেয়ালিকা করেছে কীনা আমার জানা নেই। Puss নিয়ে আপনিই প্রথম করলেন। ব্যাপার টা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Puss কয়েন কে ঘিরে দারুন একটি দেয়ালিকা তৈরি করেছেন আপু।দারুন আইডিয়া বের করেছেন আপু।দেখে মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।