ডাই- রঙিন কাগজ দিয়ে কাপের অরিগামি তৈরি।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের সাথে আবারো এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমার আজকের পোস্ট হচ্ছে ডাই -কাগজের অরিগামি। রঙিন পেপার দিয়ে অরিগামি তৈরি করতে আমার খুব ভালো লাগে। এই কমিউনিটিতে আসার আগে আমি প্রায়ই অনেক প্রকারের অরিগামি তৈরি করতাম। আমি আজকে আপনাদের মাঝে একটি কাপের অরিগামী শেয়ার করব। আশা করি আমার কাগজের তৈরি অরিগামিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে কাগজের তৈরি অরিগামিটির প্রত্যেকটি ধাপ আপনাদের মাঝে শেয়ার করি।

বাড়ির মেয়েরা আবার গৃহিণীরা কাগজ দিয়ে বিভিন্ন সৌখিনতার জিনিস তৈরি করে থাকেন। এই জিনিসগুলো আমাদের রুমের সৌন্দর্য বর্ধন করে। এই কাজগুলো একটু ধৈর্য সহকারে করতে হয়। বিশেষ করে নারী রাই বেশি এই কাজগুলো করে থাকেন। আবার অনেক সময় দেখা যায় পুরুষরাও করে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে দেখা যায় নারী-পুরুষ সবাই বিভিন্ন প্রকারের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। সবার কাজগুলো আসলে আকর্ষণীয় হয়ে থাকে। যা দেখে আমিও অনুপ্রাণিত হয়েছি। তাই আমিও আজকে আপনাদের মাঝে একটি কাপের অরিগ্যামি শেয়ার করছি। নিচে প্রয়োজনীয় উপকরণগুলো এবং ধাপ গুলো দেওয়া হল।

প্রয়োজনীয় উপকরণ -

  • রঙিন কাগজ
  • স্কেল
  • একটি মার্কার
  • কাগজ কাটার কেচি।
  • গাম

প্রথম ধাপে রঙ্গিন কাগজটিকে দুই সাইডে ১৫ ইঞ্চি করে হাত দিয়ে কেটে নিয়েছে। ১৫ ইঞ্চি করে না নিলেও কাগজটি যেন বর্গাকৃতির হয়। তাহলে কাপ তৈরি করতে কোন ঝামেলা হবে না।

বর্গাকৃতির কাগজটির মাঝখানে একটি ভাজ দিয়ে দিয়েছি। তারপর দুই সাইড থেকে মাঝখানে কাগজের মাথা গুলো রেখে আরেকটি করে দুই সাইডে দুইটা ভাজ করে নিয়েছি ।

ভাজ করে নেওয়ার পর কাগজটি এরকম দেখাবে।

এইবার প্রথম ধাপের মতোই অপোজিট সাইটের মাঝখানে আরেকটা ভাজ দিয়ে দিলাম। তারপর দুই সাইটে দুটি ভাজ দিলাম।

প্রথম ধাপের মতোই কাগজটি চারটি বাজে বিভক্ত হয়ে যাবে।

ভাঁজ করার রঙিন কাগজটিকে মাছখানে রেখে আবার আরেকটি বাজ করে নিলাম। সবগুলো একত্রিত করে ভাজ করে নেওয়ার ফলে, রঙিন কাগজটি অনেকগুলো বাজ হয়ে গিয়েছে।

এখন কেচি দিয়ে চারটি ভাজ থেকে একটি বাজ সম্পূর্ন কেটে ফেলে দিব।

এ পর্যায়ে তিনটি ভাজ থেকে, একটি বাজের যতগুলি ভাজকরা লাইম আছে সবগুলো কেটে নিবো। তারপর এক সাইড থেকে। একটি ভাঁজ কাগজটি থেকে আলাদা করে নিবো। যাতে করে কাপটি বানাতে সুবিধা হয়।

এখন যে অংশটা কেটে নিয়েছি, সেই অংশটি অপর প্রান্তের সাথে গাম দিয়ে লাগিয়ে দিলাম। যাতে করে ভাজ করা কাগজটি একটি বৃত্তের পরিণত হবে।

তারপর কাপড়ে নিচের অংশটি তৈরি করার জন্য একটি করে কাটা ভাজ করা কাগজের উপরে ঘাম লাগিয়ে লাগিয়ে দিলাম। রকমভাবে জোড়া লাগাতে লাগাতে একসময় কাগজটি গোল হয়ে ভরাট হয়ে যাবে।

তারপর রঙিন কাগজের একটি হাতল কাজ করে নিলাম। গোলাকৃতি কাপের সাথে এই হাতলটি লাগিয়ে দিলাম।

এ পর্যায়ে হাতলগুলো লাগানোর পরে সম্পূর্ণ একটি কাপ তৈরি হয়ে গিয়েছে। কাপটির মধ্যে নকশা করার জন্য দুটি লাল রংয়ের লাভ কেটে নিয়েছি।

এখন কাপটি নকশা করার জন্য লাভগুলো গান দিয়ে লাগিয়ে দিলাম।

এখন মার্কার দিয়ে লাভ গুলোর মাঝখানে একটি করে ফোটা ও একটি হাসি মুখ এঁকে নিলাম। এভাবে হয়ে গেল আমার একটি কাপের অরিগ্যামি।

উপস্থাপনাঃ

কেমন হলো আজকে আমার কাগজের তৈরি ডাই অর্থাৎ কাপের অরিগামিটি। আশা করি আমার এই অর্গামেটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন পোস্ট নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করি, জন্য দোয়া করবেন। আল্লাহাফেজ।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

ফটোগ্রাফির বিবরণ-

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
ধরনডাই- কাগজের কাপের অরিগামি
স্থাননারায়ণগঞ্জ
ফটোগ্রাফিার@titash

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

gPCasciUWmEwHnsXKML7.png

2GZpiygLZbndtMBNRVUJ19to2HA8AJHhDzhWy6HXkpbABs3wVi77RWv7qwHBXVEN3qzVymfDrdF7YupEDxp2dxQk8bz63txFqiUxURWQ1BudgH7GRTX4aoe8KcTgjLPcdukhvo3hDKSJwXfQo5Fr6eTU7ZAn1vYP7a2DSTwacw87EzLLfcJvzqGH6ZeRimiA9rCLdxAHCyYhrQTQTj5pfqBAp6e.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি কাপের অরিগামি তৈরি করেছেন। কাপটি দেখতে খুবই কিউট লাগছে। কাপ তৈরির প্রক্রিয়া টি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে সময় লাগে দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সুন্দর একটি অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপু চেষ্টা করেছি আপনাদের মাঝে এই কিউট কাপটি উপস্থাপন করতে। আপনার কাছে আমার এই ছোট কিউট কাপটি ভালো লেগেছে শোনে আমারও অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে সব সময় ভালো লাগে আপু। আপনি খুব সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে কাপের একটি অরিগ্যামি তৈরি করলেন। আপনি প্রতিটি ধাপ সুন্দর ভাবে শেয়ার করলেন। আপু তৈরি করার পরে যখন সুন্দর হয় খুব ভালো লাগে তখন। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি ঠিকই বলেছেন যখন একটি কাজ করা হয়। আর সেই কাজটি যদি সুন্দর হয়। তাহলে অনেক ভালো লাগে। চেষ্টা করেছি আপু ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করতে। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই এরকম কাগজের তৈরি ছোট ছোট জিনিস গুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। কাগজ কেটে কাগজের ভাঁজে অনেক সুন্দর কাপের অরিগামি তৈরি করেছেন আর লাভ ওগুলো যুক্ত করায় দেখতে বেশি সুন্দর লাগছে। শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া ছোট ছোট কাগজ দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ভাইয়া কাপটি তৈরি করার পর ভাবলাম এর মধ্যে লাভ আকৃতির দুটি চোখ দিয়ে দেয়।আসলে এই দুটো লাভ দেওয়ার কারণেই কাপটি আরো সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর কাজ করা যায় সেটি দেখে আমরা সবাই মুগ্ধ হই। আপনিও খুব চমৎকার একটি কাপ বানিয়েছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন সব সময়।

 last year 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন। সুন্দর সুন্দর অরিগামি আমাদের এই কমিউনিটিতে সচরাচর বেশি দেখা যায়। যেগুলো আমাদের সকলকেই মুগ্ধ করে। আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে কোন কিছু তৈরি করলে এমনিতেই তা খুব ভালো লাগে দেখতে। আমি তো রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। এই ধরনের কাজগুলো করতে এমনিতে অনেক সময়ের প্রয়োজন পড়ে, তবে দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। এই কাপটা তৈরি করে ইমোজি আঁকার কারণে, আরো বেশি ভালো লেগেছে আমার কাছে পুরোটা। এরকম দক্ষতা মূলক কাজগুলো পরবর্তীতে ও শেয়ার করবেন আশা করছি। আপনার পরবর্তী পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম এখন।

 last year 

আপু এত সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কোন কিছু তৈরি করতে সবার কাছেই ভালো লাগে। সময় দিয়ে কোন কিছু তৈরি করলে এবং মেধা দিয়ে কাজ করলে সকল কাজই সুন্দর হয়।

Posted using SteemPro Mobile

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। খুবই কিউট দেখতে একটা কাপের অরিগ্যামি তৈরি করেছেন আপনি আজকে। আপনার এই কাপের অরিগ্যামি টা দেখেই বোঝা যাচ্ছে, এটা তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে। এরকম ভাবে কাপ তৈরি করে কিন্তু ঘরে সাজিয়ে রাখা যাবে। আর ঘরের মধ্যে এগুলো সাজিয়ে রাখলে অসম্ভব দারুন লাগে। আপনার উপস্থাপনা দেখে এই কাপ তৈরি করার পদ্ধতি সবাই শিখে নিতে পারবে।

 last year 

জ্বী ভাইয়া এই কাপটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছিল। আপনি ঠিকই বলেছেন, এইরকম অনেকগুলো কাপড় তৈরি করেন ঘরে সাজানো যাবে।

Posted using SteemPro Mobile

 last year 

রঙিন কাগজের জিনিস গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা কাপের অরিগ্যামি তৈরি করছেন। কাপের অরিগ্যামি তৈরি করার প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এটা জেনে খুবই ভালো লাগলো যে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আপনার অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার মাঝে অন্যরকম ভালোলাগা আছে যখন সেটা তৈরি শেষ হয়ে যায় তখন দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। রঙিন কাগজ দিয়ে কাপের পড়ে অরিগামী তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া, রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার পর দেখতে অনেক সুন্দর দেখায়। আমার অরিগামি তৈরি এই কাপটি আপনার কাছে পছন্দ হয়েছে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94714.59
ETH 2664.33
SBD 0.68