স্বরচিত কবিতা: প্রিয়ঞ্জনা by @ti-taher
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে আমার অন্তরের অন্তস্থল হতে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম।
এই থাম্নেলটি snapseed দিয়ে তৈরি
হ্যালো বন্ধুরা আজকে আমি আমার লেখা একটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ছোটবেলা থেকেই আমি লেখালেখি করতে পছন্দ করি। সেই ধারাবাহিকতা কবিতাও লিখতাম।
আমি কবিতা পড়তে খুব ভালোবাসি, সেই সুবাদে মাঝে মাঝে কবিতা লিখতে চেষ্টা করি। তবে প্রফেশনালি কবিতা লিখি এমনও না। যখনই সময় সুযোগ হতো তখনই ডায়েরি নিয়ে বসতাম কবিতা লেখার উদ্দেশ্যে।
আমি মনে করি, কবিতা পড়তে সবাই ভালোবাসে। কবিতার ছন্দে মন আনন্দে মেতে ওঠে। আমার যখন মন খারাপ হয় তখন আমি কবিতা পড়ি। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের অসংখ্য কবিতা আমি পড়েছি। যাইহোক, আমি একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করলাম।
তাহলে শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ প্রিয়ঞ্জনা ।
তোমায় নিয়ে হাজার স্বপ্ন হাজার অনুভূতি
তোমায় ছাড়া ভাবনাহীন আমার জীবন গতি
তুমি আছো হৃদয় মাঝে আমার ছোট্ট কুটিরে
বলতে পারি না কভু অজানা ভয়ের কারণে।
আমি তোমাকে ছুঁয়েছি কত হাজার বার
তোমার রূপে মজে অপেক্ষা বহমান!
তুমি ছাড়া এ জীবন শুধুই দিশেহারা
স্বপ্ন আমি তোমায় নিয়ে দেখি সারাবেলা।
চাঁদ হয়ে তুমি জ্বলে উঠবে, আমার মনের ঘরে
ভালোবাসা ছড়িয়ে দিবে ছোট্ট কুটিরে।
হাতে হাত রেখে বলবে, ছেড়ে যাবোনা তোমায় হতে
তুমি আছো আমার হৃদয় মাজারে।
তোমাকে হারানোর ভয়ে বলতে পারিনা কোন কথা
তুমি কি আমায় ভালোবাসবে প্রিয়ঞ্জনা?
যদি নাই বাসো মোরে ভালো
তবে না বলা ভালোবাসা থাকবে চিরকাল-ই।
তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি দিবানিশি
তোমারে স্পর্শের নিশা মত্ত থাকি আমি।
তোমার প্রেমাস্পন্দের চোখে দেখি যেন কাকে!
তোমার মাঝে নিজেকে খুঁজতে গিয়ে তলিয়ে গেলাম কোন-সে গভীরে।
হঠাৎ মেঘ এলো, অঝোর ধারা বৃষ্টি নামলো
হৃদয়ে কম্পন সৃষ্টি হল, চোখের কোণে জল জমলো
এক-দুই ফোঁটা করে ডায়েরির পাতা ভিজিয়ে দিল
প্রিয়ঞ্জনা তোমার নাম সেখানেই মুছে গেল!
কবিতার মর্ম কথা |
---|
এক প্রেমিকের হৃদয়ের আহাজারি তার প্রিয় ভালোবাসার প্রিয়াঞ্জনার জন্য। সে তাকে এতো গভীর ভালোবাসত যে, সে তাঁর ভালোবাসার মানুষটিকে কখনোই তার মনের কথা বলতে পারেনি। শুধুমাত্র একটি ভয়ে, যদি ভালোবাসার মানুষটি তাকে প্রত্যাখ্যান করে। প্রেমিক স্বপ্নে তার প্রেমিকাকে স্পর্শ করতো, ভালোবাসা ছড়িয়ে দিত, কিন্তু বাস্তবে কখনোই বলতে পারেনি সে কথা। এরকম হাজারো প্রেমিক রয়েছে, যারা কখনোই তার প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা বলতে পারেনি। না বলা ভালোবাসা এক সময় মাটিচাপা হয়ে যায়। সে ভালোবাসার মানুষগুলোর হৃদয়ের কথাগুলি আমি আমার কবিতা ফুটিয়ে তুলতে চেয়েছি। কতটুকু পেরেছি জানিনা, তবে চেষ্টা করেছি। সব প্রেমিকের জন্য কবিতাটি উৎসর্গ করলাম
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ আর নয়, সবার নিকট দোয়া চেয়ে এখানেই বিদায় নিলাম।
***
নিজেকে নিয়ে কিছু কথা
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://twitter.com/titaherul/status/1791348241952628937?t=sehjrUEd1nYEnbYrbJpmTw&s=19
আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দরভাবে কবিতাটি লেখেছেন আর কবিতার প্রতিটি লাইন একটির সঙ্গে আরেকটির সুন্দরভাবে মিল করেছেন।এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। কবিতাটি পড়ে আপনার মহামূল্যবান মন্তব্য শেয়ার করেছেন, তাই খুব ভালো লাগলো। আপনাদের উৎসাহ-উদ্দীপনা আমাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি সর্বদা চেষ্টা করি বাস্তবতার সাথে মিল রেখে কবিতা লেখার জন্য।
কোন কিছু ভালো না লাগলে নতুন কিছু করা সম্ভব না। কবিতা পড়তে ভালো লাগলে বলেই আপনি আজকে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার আজকের লেখায কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন আপনি খুব চমৎকার ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য। আমার কবিতাটি পড়ে আমাকে উৎসব প্রদান করেছেন, কৃতজ্ঞতা রইল। আমি কবিতা পড়তে খুব পছন্দ করি, তাই কবিতা লিখতেও পছন্দ।
অসাধারণ একটি কবিতা আজকে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কবিতাটি পড়ে আবার অনেক ভালো লাগলো ,কবিতার প্রতিটা লাইন অসাধারণ ছিল। তোমাকে হারানোর ভয়ে বলতে পারি না কোন কথা
তুমি কি আমায় ভালবাসবে প্রিয়ঞ্জনা। কবিতার লাইনটি আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে প্রিয় মানুষকে হারানোর ভয় সবসময় কাজ করে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমার কবিতাটি পড়ার জন্য। আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমি আরো সুন্দর কিছু কবিতা লিখতে পারবো। আমি চেষ্টা করি সব সময় বাস্তবতাকে সামনে রেখে কবিতা লিখিত।
কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো ছিল খুবই সুন্দর। আসলে এই সুন্দর কবিতার মাধ্যমে ভালোবাসার অনুভূতি যেন প্রকাশ পেয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য। আমি সব সময় চেষ্টা করি সুন্দর ভাবে, বাস্তব সম্মত কবিতা লিখার।
আপনার কবিতার মাঝে অদৃশ্য একটি ভালোবাসার শক্তি কাজ করেছে এবং ভালোবাসার অপরূপ ও বহিঃপ্রকাশ আপনি করেছেন। তবে আপনি যে থাম্নেল টি তৈরি করেছেন সেটা কিভাবে করেছেন সেই বিষয়টিও উল্লেখ করলে আরো ভালো হতো।
আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ।
আমার কবিতাটি পড়ে আপনার মহামূল্যবান মন্তব্য করার জন্য। আপনার মন্তব্যটি পড়ে অনেক বেশি উৎসাহিত হলাম।
জ্বি ভাইয়া, আপনি যেটা বলেছেন, সেই সোর্সটি আমি উল্লেখ করেছি। ভবিষ্যতে এসব বিষয়ে খুব কেয়ারফুল থাকবো। ইনশাআল্লাহি ওয়া রাসুলিহিল কারীম।