ঐক্যবদ্ধ জীবনই সুন্দর সমাজ গঠন করে || জেনারেল রাইটিং

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সদা-সর্বদায় সবার সুস্বাস্থ্য কামনা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাইহোক আমি আজকে আপনাদের মাঝে একটা বাস্তবিক পোস্ট শেয়ার করবো। আমি নিয়মিত লেখালেখি করতে চেষ্টা করি। যখনই সময় সুযোগ হয়ে ওঠে ঠিক তখনই বই পড়া কিংবা লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়ি। তবে আমি বাস্তবসম্মত লেখা লিখতে চেষ্টা করি । তো বন্ধুরা আজকে আপনাদের সাথে তেমনি বাস্তবসম্মত একটি পোস্ট নিয়ে হাজির হলাম।

Photo_1733161227076.png

এডিট snapseed
আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আজকের বিষয়টি খুবই বাস্তবসম্মত একটি বিষয়। মানুষ হলো সামাজিক জীব। প্রতিটা মানুষই ঐক্যবদ্ধভাবে সমাজে বসবাস করতে পছন্দ করে। প্রতিটি মানুষের সার্থকতা সমাজকে কেন্দ্র করেই। একটা সুন্দর সমাজে বসবাস করার মাধ্যমে তার জীবনের সম্পূর্ণতা আসে। মানুষ শুধু ঐক্যবদ্ধভাবে সমাজে বসবাস করলেই একটি সমাজের নির্মাণ হয় না। প্রতিটি মানুষ একে অন্যের কল্যাণের কথা ভেবে এগিয়ে আসতে হয়। প্রতিটি মানুষের খোঁজ খবর সুন্দরভাবে নিতে হয়। গরিব অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়।

এই সমাজের মাঝে মানবতাব প্রতিষ্ঠা এবং সব মানুষকে এগিয়ে নিয়ে একটি মানুষের সমাজ তৈরি করাই প্রতিটা মানুষের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। প্রতিটি সমাজেই বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, যেমন ধনী-গরিব, সহায়-সম্বলহীন নানা রকমের মানুষ রয়েছে। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই হলো সমাজসেবা। কিন্তু কেমন আছেন পাশের বাড়ির মানুষটি? এমন প্রশ্ন করার মতো সময়ও আমাদের নেই।


আমাদের জীবনগুলো ক্রমান্বয়ে যান্ত্রিক হয়ে যাচ্ছে। এতে সমাজে নেতিবাচকপ্রভাব পড়ছে। তাই আমাদের চিন্তার পরিবর্তন জরুরি। আমাদের সমাজের দিকে তাকালে প্রতিনিয়ত আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বৈষম্য, যা অতি দুঃখের হলেও সত্য। আজকের আধুনিক বিশ্বের ছোঁয়া সত্ত্বেও আমরা সেকেলে সমাজব্যবস্থা হতে বেরিয়ে আসতে পারিনি। প্রাচীন সমাজব্যবস্থার কুসংস্কার, বৈষম্য ও অবমূল্যায়ন আমাদের কুরে কুরে খাচ্ছে।

আমরা যখন মানুষের মধ্যে বিভিন্ন বৈষম্যের দিকে তাকাই তখন দেখতে পাই সমাজের একটি গরিব লোক শিক্ষিত, মেধাবী ও নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখলেও আমাদের ধনতান্ত্রিক সমাজব্যবস্থা এই লোককে সুযোগ না দিয়ে তাকে অবমূল্যায়ন করে পেছনে ফেলে রাখে, যা আমাদের জাতিকে অন্ধকারে ঠেলে দেয়। পক্ষান্তরে একজন সম্পদশালী ব্যক্তি মেধা ও নেতৃত্বের যোগ্যতা না থাকা সত্ত্বেও সমাজ তাকে নেতৃত্বের ভার দেয়, যা আমাদের সমাজব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। এই সমাজ নিয়ে আমাদেরই ভাবতে হবে। স্বপ্ন দেখতে হবে সমাজ নিয়ে।

আমরা যেন এ চরম সত্য টুকু ভুলেই গেলাম একটি সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে। সবার আর্থিক অবস্থা একই হবে তা কিন্তু নয়, কিন্তু যোগ্যতার ভিত্তিতে তাদের নেতৃত্ব হওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে প্রতিটা মানুষের নিজের স্বার্থকেন্দ্রিক চিন্তা চেতনার মধ্যে মগ্ন থাকে। স্বার্থকেন্দ্রিক বেঁচে থাকার মধ্যে কোনো সুখ নেই। এতে নিজেকে ও নিজের পরিবারকে ঘিরে আত্মকেন্দ্রিকতার এক সংকীর্ণ গণ্ডি গড়ে ওঠে। প্রকৃত সুখ রয়েছে সমাজের জন্য, দেশের জন্য নিঃস্বার্থভাবে কিছু করে বাঁচার মধ্যে। একজন মানুষ সঠিক শিক্ষা গ্রহণ না করলে তার প্রভাব সমাজের ওপর পড়ে। সে কারণে আমাদের সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে।

একটি কথা সবসময় স্মরণ রাখতে হবে যে, সমাজ নিয়ে চিন্তা করতে হলে নির্দিষ্ট একটা বয়সে যেতে হবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। তাই আমরা যেকোনো বয়সেই সমাজের ভালো মন্দ নিয়ে মাথা ঘামাতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতে পারবো আমরা। আমরা কখনই যেন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে সব মানুষকে নিয়ে চিন্তা করার সেই মেন্টালিটি জাগ্রত করতে হবে। তাহলে সমাজে সুন্দর একটি পরিবার হতে পারবে।

একটি কথা মনে রাখা ভালো, সমাজ নিয়ে ভাবনার বয়স লাগে না, প্রয়োজন চিন্তা ও মানসিকতা। শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকলে সমাজের কোনো পরিবর্তন আসবে না। ভাবতে হবে চারপাশের মানুষ নিয়ে। পরিবর্তন ছাড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের সবার মধ্যে সামাজিক মূল্যবোধ জাগাতে হবে। সামাজিক মূল্যবোধই পারে সমাজের রূপ বদলে দিতে।

নিজেকে নিয়ে কিছু কথা

1000106788.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।(ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

জীবনে শৃঙ্খলা একটি বড় বিষয়। যেখানে শৃঙ্খলা নেই সেখানে জীবন কখনো তৈরি হতে পারে না। তাই সেই বিষয়কে উল্লেখ করে সুন্দর একটি পোস্ট লিখলেন। শৃঙ্খলা এবং গোছানো জীবন দীর্ঘমেয়াদি পথ চলতে সবথেকে বেশি সাহায্য করে। আর এই শৃঙ্খলার মূল চাবিকাঠি হল ঐক্যবদ্ধ জীবন।। কথায় বলে

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।

 2 days ago 

সময়ের সাথে সাথে আমরা সত্যিই যান্ত্রিক হয়ে যাচ্ছি। আর এই যান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে ঐক্যবদ্ধ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সবার মাঝেই পরিবর্তন আসবে। দারুণ লিখেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.33
JST 0.053
BTC 98286.74
ETH 3807.95
USDT 1.00
SBD 4.06