বিদায় বেলা

farewell-3109992_1920.jpg

Source

আমরা সকলেই তো স্কুলে পড়াশোনা করেছি। আমরা স্কুল, কলেজ পেরিয়ে বর্তমানে কেউ ইউনিভার্সিটি পর্যায়ে রয়েছি। কেউ আবার বিভিন্ন ধরনের চাকরি করছি। কেউ ব্যবসার সাথে যুক্ত হয়েছি। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই জীবনের একটি বিদায় বেলা রয়েছে। আপনি স্কুলে যখন পড়তেন তখন আপনার সাথে যেসব বন্ধুরা পড়াশোনা করত তাদের কাছে কিন্তু আপনাকে কোন এক সময় বিদায় নিতে হয়েছে। এরপরে কলেজ লাইফ এরপরে ইউনিভার্সিটি লাইফ পরবর্তীতে এখন আপনি যেখানে রয়েছেন আপনি যদি চাকরি পরিবর্তন করেন সে ক্ষেত্রে আপনার কলিগের বিদায় জানাতে হবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম।

তবে আমাদের জীবনের মাঝে মধ্যে এমন কিছু মানুষ থেকে যায় যারা আসলে আমাদের জীবনের শেষ কাল পর্যন্ত আমাদের জীবনের সাথে সংযুক্ত থাকে। এটা হতে পারে বন্ধু কিংবা আপনার জীবন সঙ্গী তারা এমন একটি সম্পর্ক আপনার সাথে তৈরি করে যেটা তৈরি হয় সাধারণত বিশ্বাসের উপরে। কিন্তু কোন কারনে যদি সেই বিশ্বাসটা ভেঙে যায় কিংবা সেই কাছের বন্ধু কিংবা জীবনসঙ্গিনী আপনার থেকে দূরে সরে যায় সে ক্ষেত্রে কিন্তু আমরা সকলেই অনেক ব্যথিত হই এবং অনেকটা কষ্ট পাই। যেই কষ্টটা বর্তমানে আমি পেয়েছি তাই ভেবে উঠতে পারছি না এই বিষয়ে আর কি লিখব।

সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে দূরে চলে যেতে হবে। সবাই নিজের দেহ ত্যাগ করবে কিন্তু তারপরও আপনার ফেলে আসা স্মৃতিগুলো আপনার সাথে কাটানো সেই মুহূর্তগুলো এগুলো হয়তো অমর হয়ে বেঁচে থাকবে সবার মাঝে। সে সব মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। যারা একসময় আমাদের সাথে ছিল কিন্তু বর্তমানে কোন এক কারণে তারা আমাদের সাথে নেই। হয়তো কোন ভুল বোঝাবোঝির কারনে কিংবা কোন সম্পর্কের ফাটলের কারণে তারা আজ আমাদের সাথে নেই। তবে আমি ব্যক্তিগতভাবেই সবাইকে ক্ষমা করে দেই এবং সবাইকে ভালোবাসি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 17 hours ago 

এই দুনিয়া চলবে তার আপন গতিতে সেই সাথে আমাদের জীবনে অনেক রকম মানুষের সাথে বন্ধুত্ব গড়ে উঠবে। আবার এক পর্যায়ে গিয়ে কোনো এক কারণে সেই সম্পর্ক ভেঙ্গে যাবে। এটা হলো চরম সত্য। এরই মাঝে যদি কেউ আঘাত দিয়ে থাকে তবে তাকে ক্ষমা করে দেওয়াটাই সবথেকে উত্তম।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84665.11
ETH 2164.87
USDT 1.00
SBD 0.67